Saturday, August 23, 2025

কাতারের মধ্যস্ততায় শীঘ্রই ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি: বার্তা হামাস প্রধানের

Date:

টানা ৪৫ দিন ধরে লাগাতার হামলায় গাজাকে মৃত্যুপুরিতে পরিণত করেছে ইজরায়েল। গোটা বিশ্ব এই যুদ্ধ থামাতে ইজরায়েলের কাছে যুদ্ধ বিরতির আবেদন জানালেও, সে আবেদনে সাড়া দেননি বেঞ্জামিন নেতানিয়াহু। এহেন পরিস্থিতির মাঝেই বার্তা দিলেন প্যালেস্টাইনের সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া। মঙ্গলবার এক টেলিগ্রাম বার্তায় তিনি জানলেন, কাতারের মধ্যস্ততায় আমরা ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তির খুব কাছাকাছি।

রয়টার্সকে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সহকারী একটি বিবৃতি পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, হামাসের কর্মকর্তারা ইজরায়েলের সঙ্গে ‘যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি। এবং সংগঠনটি ইতিমধ্যেই কাতারের কাতারি মধ্যস্থতাকারীদের কাছে তাদের জবাব পাঠিয়েছে। তবে সম্ভাব্য এই চুক্তির শর্ত সম্পর্কে আর কোনো তথ্য দেননি তিনি। এদিকে হামাস কর্মকর্তা ইসাত এল রেশিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভিকে বলেন, ‘কত দিন ধরে যুদ্ধ বিরতি চালু থাকবে, তা নিয়ে এখন দর-কষাকষি চলছে। এ ছাড়া, গাজায় ত্রাণ পৌঁছানো এবং হামাসের হাতে বন্দী ইজরায়েলি পণবন্দিদের মুক্তির বিনিময়ে ইজরায়েলে আটক প্যালেস্টানি বন্দিদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলে প্রাণঘাতী হামলা চালায় হামাস সংগঠন। সেই হামলায় প্রাণ হারান ১২০০ ইজরায়েলি। প্রায় ২৫০ জনকে পণবন্দি করে হামাস। সেই হামলার পর হামাসকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইজরায়েল। এরপর থেকে ইজরায়েলের লাগাতার হামলায় গাজায় গত দেড় মাসে প্রাণ হারিয়েছেন প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৩০০ জন। যার মধ্যে ৫ হাজার ৬০০ শিশু ও ৩ হাজার ৫৫০ জন মহিলা।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version