Friday, May 9, 2025

বাংলার বিরুদ্ধে কেন্দ্রে বঞ্চনা নিয়ে তীব্র আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না থেকে শুরু করে বিভিন্ন সমাবেশ- ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বাদ গেল না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও (BGBS)। মঙ্গলবার, নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারও বাদ গেল না। একশো দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)।

এদিন, দেশের প্রথমসারির শিল্পপতি-সহ দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। সেখানেই তিনি বলেন, “আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও রাজ্যের প্রভূত উন্নতি হয়েছে।” বাংলার আর্থিক প্রতিবন্ধকতা নিয়ে বলতে গিয়ে বঞ্চনার অভিযোগে সরব হন মমতা। দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “জিএসটি নিলেও তার অংশ বাংলা পায় না। একশো দিনের প্রকল্পে কাজ করেছেন যাঁরা তাঁদেরও টাকা দেয়নি কেন্দ্র।”

একশো দিনের প্রাপ্য বকেয়া আদায়ের দাবিতে একুশে জুলাইয়ে মঞ্চে থেকেই দিল্লি অভিযানের কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চিতদের নিয়ে দিল্লি গিয়ে বিশাল সমাবেশ করেন তিনি। রাজঘাটে করেন সত্যাগ্রহ। রাজভবনের সামনেও ধর্নায় বসেন অভিষেক। তাঁর দাবির কাছে নত হয়ে দেখা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার কাছেই বাংলার দাবি আদায়ে সরব হওয়ার আবেদন জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন, BGBS-এর মঞ্চেও বঞ্চানার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- জগদ্দলে শু.টআউট, গু.লিবিদ্ধ অর্জুন সিং ঘনিষ্ঠ তৃণমূল কর্মী

Related articles

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর...

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...

আইপিএল স্থগিত, ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা বোর্ডের

এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত হয়ে গিয়েছে। ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই(BCCI)। দেশিয়দের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও(Foreign Cricketers) দেশে ফেরানোর...

সুন্দরবনের প্রান্তিক মানুষদের নিয়ে ‘বেহুলা এখন’: থিয়েটার জগতে নতুন চ্যালেঞ্জ নির্দেশক সৌমিত্র মিত্রর 

নকিব উদ্দিন গাজীকেউ নদীতে মাছ ধরেন, কেউ সুন্দরবনে গহীনে মধু সংগ্রহ করেন, কেউবা জঙ্গলের মধ্যে কাঁকড়া খোঁজেন। এটাই...
Exit mobile version