Wednesday, December 31, 2025

ন্যাশনাল হেরাল্ড মামলায় ৭৫২ কোটি টাকার সম্পত্তি বা.জেয়াপ্ত ED-র, চা.পে কংগ্রেস

Date:

Share post:

নির্বাচন এলেই বিরোধী দলের নেতৃত্বের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করে গেরুয়া শিবির- এই অভিযোগ দীর্ঘদিনের। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ২৩-এর শেষ লগ্নে পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। তার মধ্যে রাজস্থান ও তেলঙ্গানায় বিজেপি-কংগ্রেসের (BJP-Congress) হাড্ডাহাড্ডি লড়াই। এই পরিস্থিতিতে ন্যাশনাল হেরাল্ড মামলায় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন দুই সংস্থা ইয়ং ইন্ডিয়ান এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED।

এই সংস্থা দুটিই কংগ্রেস (Congress) নিয়ন্ত্রিত। ইয়ং ইন্ডিয়ানের ডিরেক্টর সোনিয়া ও রাহুল গান্ধী। অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সঙ্গেও গান্ধী পরিবারের সরাসরি যোগাযোগ রয়েছে। এই পরিস্থিতিতে মামলা চলাকালীন বিপুল অংকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইয়ং ইন্ডিয়ানের ৯০ কোটি ও AJL-এর ৬৬১.৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

বাজেয়াপ্ত করা হয়েছে সম্পত্তির মধ্যে রয়েছে-
দিল্লির হেরাল্ড হাউস
মুম্বইয়ের হেরাল্ড হাউস
লখনউয়ের নেহরু ভবন

মঙ্গলবার ইডির তরফে এক্স হ্যান্ডেলে বাজেয়াপ্ত করার খবর জানানো হয়। এর আগে এই মামলায় সোনিয়া-রাহুলকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তল্লাশি চালানো হয়েছে ন্যাশনাল হেরাল্ডের দফতরেও। তবে কংগ্রেসের (Congress) কোনও শীর্ষ নেতৃত্বকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

দুই রাজ্যের ভোটে আগেই কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপ রাজনৈতিক ষড়যন্ত্র বলেই অভিযোগ কংগ্রেসের। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশেই এই পদক্ষেপ বলে অভিযোগ। কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি এক্স হ্যান্ডেলে লেখেন, আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে হার থেকে নজর ঘোরানোর জন্যই ইডির এই পদক্ষেপ।

spot_img

Related articles

২০২৬-কে স্বাগত জানাল কিরীটিমাটি, বর্ষবরণের উৎসবে মাতল প্রশান্ত মহাসাগরের দ্বীপ

ক্যালেন্ডারের পাতা ওল্টানোর মাহেন্দ্রক্ষণে বিশ্ববাসীকে পথ দেখাল প্রশান্ত মহাসাগরের ছোট্ট প্রবাল দ্বীপ কিরীটিমাটি। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার অনেক...

রাত পোহালেই প্রতিষ্ঠাদিবস! রাজ্য জুড়ে নানা কর্মসূচি তৃণমূলের

বৃহস্পতিবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বাংলা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের...

২০২৬-এর ভোটে আবাসনের মধ্যেই বুথ! প্রস্তুতি শুরু কমিশনের

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন।...

মৃত্যুতে অভিযুক্ত জ্ঞানেশ: FIR-এর তদন্তের ‘হুঁশিয়ারি’ নির্বাচন কমিশনের!

নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর ঘোষণায় রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। মৃত্যুতে...