Tuesday, May 6, 2025

আন্তর্জাতিক ট্রেড ও লজিস্টিক (International Trade and Logistic Sector) ক্ষেত্রে নিজেকে তুলে ধরেছেন প্যাটন গ্রুপের (Patton Group) ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া (Sanjay Budhia)। এদিন বাংলার নতুন রফতানি নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাকে গ্লোবাল ট্রেডিং হাব (Global Trade Hub) তৈরি করার সময় এসেছে বলে জানান তিনি। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে বলাই যায় যে আমাদের দেশে আগামী এক দশকে প্রায় এক লক্ষ কোটি টাকার রফতানি হবে। বাংলার লজিস্টিক পলিসি এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলেই এদিন BGBS-এর মঞ্চে জানান তিনি। এই পলিসিকে কাজে লাগিয়ে আগামীতে বাংলায় বিনিয়োগের সংখ্যা বাড়াতে অমিত মিত্র, হরিকৃষ্ণ দ্বিবেদির সঙ্গে সব ধরণের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলেন অ্যামাজনের সঙ্গে চুক্তি বাংলায় বিনিয়োগে দিশা দেখাবে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) দ্বিতীয় দিনে আমদানি -রফতানি ক্ষেত্রে কোন কোন সুযোগ রয়েছে বাংলায় সেই কথা তুলে ধরা হয়। সঞ্জয় বুধিয়া বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় ২৯টি বিশেষ আলোচনা সভার ব্যবস্থা করা হয় যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরাও লজিস্টিক সেক্টর নিয়ে আগ্রহ প্রকাশ করতে পারে। এদিন সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান, এডিবি, অ্যামাজনের সিনিয়র অফিসারদের সঙ্গে একটি বিশেষ সেশন আয়োজিত হয়। রাজ্য সরকারের লজিস্টিক নীতিতে ভরসা রেখে তারা বিনিয়োগে উৎসাহী বলে জানান সঞ্জয় বুধিয়া। সবশেষে, বাংলায় বিশ্বমানের সুযোগ আর পরিষেবার কথাও জানান তিনি।


Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version