Wednesday, August 20, 2025

ধর্মতলায় বিজেপির সভা ঘিরে চরম অ.নিশ্চয়তা, হাই কোর্টে মুলতুবি শুনানি

Date:

Share post:

ধর্মতলায় (Dharmatala) বিজেপির (BJP) সভা নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে। কোথায় হবে এই অনুষ্ঠান তা এখনও চূড়ান্ত হয়নি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আনার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। কিন্তু সেই সভাকে কেন্দ্র করেই চরম অনিশ্চয়তা। বুধবারই ধর্মতলায় বিজেপির সভা নিয়ে একটি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে। বৃহস্পতিবার পর্যন্ত মামলাটির শুনানি মুলতুবি (adjourned) রাখেন তিনি। অন্যদিকে, বুধবারই বিজেপিকে সভার অনুমতি দিয়ে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেই মামলার শুনানি হবে সভার আগের দিন অর্থাৎ আগামী ২৮ নভেম্বর।

বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠলে পুলিশের কাছে তাঁদের শর্তগুলি জানতেও চান তিনি। কিন্তু তার জবাবে রাজ্যের আইনজীবী বিচারপতি সেনগুপ্তকে জানান, একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। বৃহস্পতিবার ওই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে বিজেপির আইনজীবী সৌম্য মজুমদার জানান, রাজ্যের আবেদনের শুনানির দিন ২৮ নভেম্বর ধার্য হয়েছে। তবে এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর বৃহস্পতিবার পর্যন্ত মামলাটির শুনানি মুলতুবি রাখেন তিনি।

আগামী ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে জনসভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই জোর করে সভা করতে চেয়ে দায়ের হয়েছিল মামলা। সভায় উপস্থিত থাকার সম্ভাবনা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। কিন্তু এই সভার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হলে তারা অনুমতি দেয়নি। এরপরই কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেন বঙ্গ বিজেপি নেতারা। গত সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়ে দেন, বিজেপি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে। বুধবার বিচারপতি মান্থার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

 

 

 

 

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...