Tuesday, November 11, 2025

BGBS-এ নতুন সংযোজন চলচ্চিত্র শিল্প! খুশি পরিচালকরা

Date:

দুদিনব্যাপী আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) উঠে এল একাধিক বিনিয়োগের কথা, স্বাস্থ্য থেকে হোটেল, পর্যটন থেকে শিক্ষা এইসবের মাঝে এই প্রথম উঠে এল চলচ্চিত্র জগতের (Cinema Industry)নাম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)উদ্যোগে এই সপ্তম BGBS-এ সিনেমা এবং সাংস্কৃতিক পরিসর নিয়ে আলোচনার সুযোগ মিলল। প্রতিনিধিত্ব করলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh)। ক্রিয়েটিভ ইকনমিকে এই সামিটে বাংলার বিনোদন জগত ও সংস্কৃতিকে যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। সংস্কৃতিকে উন্নতির পরিসংখ্যানে ধরা মুস্কিল। গৌতম বলেন, শুধু বিনো দুনিয়ার মানুষই নন লোকশিল্পী থেকে হস্তশিল্পী প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে বাংলার সরকার (Government of West Bengal)। তিনি অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকেও ধন্যবাদ জানান। গৌতম ঘোষ (Gautam Ghosh)বলেন, সিনে জগতের স্বর্গ পশ্চিমবঙ্গ। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সাগর আমাদের বাংলাকে লেন্স বন্দি করার আদর্শ করে তুলেছে। ” এটা প্রথম বছর তাই হাতে কাগজ নেই, তবে আগামী বছর বিনিয়োগের তালিকা নিয়ে আসব”, জানান গৌতম ঘোষ।

আজ সম্মেলনের দ্বিতীয় দিনে সিনে ও সংস্কৃতি জগতে বিনিয়োগ নিয়ে ২ ঘণ্টার সেশন হয়েছে বলে জানান পরিচালক। তিনি বলেন, বিদেশ থেকে এদেশে শুটিং করা দরকার। বাংলার গ্রাফিক আর্টিস্টরা বাইরের দেশে দাপিয়ে কাজ করছে। তাই সেটাই যদি এখানে গড়ে তোলা যায় তাহলে বাংলা বিনোদন জগতে একটা নতুন দিক খুলে যাবে। ভি এফ এক্স এবং গ্রাফিক্স সেন্টার হবে বাংলা, আশাবাদী গৌতম। এই বিজিবিএসে উপস্থিত হয়ে রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে আরও কীভাবে বিনিয়োগ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করার কথা বলছে স্পেন আর অস্ট্রেলিয়া। এ রাজ্যের সঙ্গে ওই দুই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আদানপ্রদান বিনিয়োগের নতুন সুযোগ করে দিতে পারে বলে জানান দুই দেশের প্রতিনিধি। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের আরও গতি আনতে এই প্রথম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘‌ক্রিয়েটিভ ইকনমি সেশন’‌–এর আয়োজন করা হয়। সেখানে অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল রোয়ান আইন্সওয়ার্থ, স্পেনের কালচারাল কাউন্সিলর গুইলেরমো মার্টিন সেন্দেরোস এ রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। এদিন ‌ক্রিয়েটিভ ইকনমি সেশনে বিদেশী বিনিয়োগকারীরা ছিলেন। তাঁদের কাছে এই রাজ্যের চলচ্চিত্র, থিয়েটার, চিত্রকলা, প্রকাশনা, উৎসব–সহ সাংস্কৃতিক বিভিন্ন দিককে তুলে ধরা হয়। এদিন বক্তব্য পেশ করেন ক্রীড়া, বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটন ও তথ্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী, প্রযোজক নিসপাল সিং রানে, বিধায়ক জুন মালিয়া, সুদেষ্ণা রায়, ধ্রুবজ্যোতি বসু। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুধাংশু শেখর দে ও ত্রিদিব চট্টোপাধ্যায়। দুজনেই প্রকাশনা ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে বলেন। পাশাপাশি বিশ্বজনীন হওয়া দুর্গোৎসবকে কিভাবে বিশ্বের দরবারে আরও বেশি করে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে তথ্যবহুল বক্তব্য পেশ করেন ধ্রুবজ্যোতি বসু। ছিলেন ফোরাম ফর দুর্গোৎসবের সভাপতি কাজল সরকার ও সম্পাদক শাশ্বত বসু।‌


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version