Wednesday, November 12, 2025

বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে ২২ শতাংশেরও বেশি উন্নতি, ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ!

Date:

Share post:

সফল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দুদিন ব্যাপী আয়োজিত BGBS-এর দ্বিতীয় তথা শেষ দিনে একগুচ্ছ মউ স্বাক্ষরিত হল। সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS)এরাজ্যের শিল্প বাণিজ্য বিনিয়োগ নিয়ে একগুচ্ছ তথ্য উঠে আসে। সেখানে স্বাস্থ্য খাতে উন্নয়নের খতিয়ান তুলে বিনিয়োগের আমন্ত্রণ জানান আমরি হাসপাতাল (Amri Hospital) গ্রুপের CEO রূপক বড়ুয়া (Rupak Barua)। তিনি এদিন ধন্যবাদ জানান রাজ্য সরকার ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অমিত মিত্র তাঁর নাম ঘোষণার পরেই মঞ্চে উপস্থিত সকলের সামনে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির একাধিক ছবি তুলে ধরেন তিনি। হেলথ সেক্টরে প্রায় ২২.২ শতাংশ গ্রোথ হয়েছে বলেও ব্যাখ্যা দেন রূপক। তবে এর পাশাপাশি তিনি ক্যান্সার চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপনের দিকে বিনিয়োগের আহ্বান জানান।

কলকাতার অন্যতম প্রধান হাসপাতাল আমরি গ্রুপের CEO আগামী ৩ বছরের মধ্যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে প্রায় ৭ হাজার ৯৩৩ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে এবং আগামিতে ১৯০০০ মানুষের কর্মসংস্থান হবে। রূপক বড়ুয়া বলেন, বাংলার হাসপাতালগুলি আন্তর্জাতিক মানের হয়ে উঠছে। ইতিমধ্যেই তাঁরা চেন্নাই গিয়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গেও কথা বলে জানান।প্রতি বছর মানুষ যাতে দক্ষিণ ভারতে চিকিৎসা করানোর পরিবর্তে বাংলাকে বেছে নেন তা সুনিশ্চিত করা হচ্ছে। সেখানকার শিল্পপতিদের সঙ্গেও কথা চলছে। বাংলা পূর্বের প্রবেশদ্বার এবং প্রতি মাসে প্রতিবেশী বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ এখানে বিশেষ করে কলকাতায় চিকিৎসা করাতে আসেন। বেড প্রতি ৬ জন করে মেডিক্যাল স্টাফের প্রয়োজন হয় যাতে রোগীদের সঠিকভাবে দেখভাল করা যায়। তাই এই সেক্টরে কর্মসংস্থানের সুযোগ হু হু করে বাড়ছে। এখানে ইনভেস্ট করার মানে, বাংলার পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ, ভুটান, মায়ানমারের মানুষও হাসপাতালে চিকিৎসা করাতে আসবেন তাঁদের কাছেও সহজে পৌঁছে যাওয়া যাবে।


spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...