Sunday, August 24, 2025

বো.মাকে বল ভেবে খেলতে গিয়ে দু.র্ঘটনা! বি.স্ফোরণে গু.রুতর জ.খম ৩ শিশু

Date:

বোমাকে (Bomb) বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি। বিস্ফোরণে আহত তিন শিশু। মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কা থানার অন্তর্গত ইমামনগর গ্রাম পঞ্চায়েতের হাউসনগর গ্রামের দুর্ঘটনা। সূত্রের খবর, বিস্ফোরণের (Blast) ঘটনায় হাতে এবং পায়ে গুরুতর আঘাত নিয়ে ওই তিন শিশু বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর আহত তিন শিশুর নাম অসীম শেখ (৬),মাহমুদা খাতুন (৯) দুজনেই হাউসনগরের বাসিন্দা। অন্যদিকে, এহিদিনা পারভীন (৭) শিবনগরের বাসিন্দা বলে খবর। গুরুতর আহত তিন শিশুই শঙ্করপুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রাথমিক শ্রেণির ছাত্র ছাত্রী বলে স্থানীয় সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ।

বুধবার সকালে শঙ্করপুরের আইসিডিএস কেন্দ্রের বাইরেই খেলছিল শিশুদের একটি দল। তখনও শিক্ষক শিক্ষিকা স্কুলে এসে পৌঁছননি। এর মাঝে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা আর মিড ডে মিলের রান্না যাঁরা করেন, তাঁরা ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তিনটে শিশু। স্থানীয় সূত্রে খবর, এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে খেলার সময়ে বল ভেবে বোমা হাতে তুলে নিয়েছিল এক খুদে পড়ুয়া। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। বিস্ফোরণে কিছুটা দূরে ছিটকে পড়ে সে। পাশেই ছিল আরও দু’জন। তারাও মারাত্মকভাবে জখম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এক শিশুর আঘাত গুরুতর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নির্দিষ্ট সময়ের একটু আগেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে পৌঁছে গিয়েছিল বেশ কয়েকটি শিশু। সাধারণত তেমনটাই করে তারা। পড়াশোনার আগে কেন্দ্রের বাইরে সামনের উঠোনে একটু খেলে নেয়। এদিন তাদেরই তিন জন একটি সুতোলির গোলা পড়ে থাকতে দেখেছিল। আপাত নিরীহ মন তাকে বল ভেবে নেয়। বল ভেবে হাতে তুলতেই বিকট শব্দে ফেটে বোমাটি। কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়ে তিন শিশু।

ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিশুদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব আমরা নিচ্ছি। পুলিশ প্রশাসনকে বলব যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করতে।

 

 

 

 

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version