Monday, November 3, 2025

বো.মাকে বল ভেবে খেলতে গিয়ে দু.র্ঘটনা! বি.স্ফোরণে গু.রুতর জ.খম ৩ শিশু

Date:

বোমাকে (Bomb) বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি। বিস্ফোরণে আহত তিন শিশু। মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কা থানার অন্তর্গত ইমামনগর গ্রাম পঞ্চায়েতের হাউসনগর গ্রামের দুর্ঘটনা। সূত্রের খবর, বিস্ফোরণের (Blast) ঘটনায় হাতে এবং পায়ে গুরুতর আঘাত নিয়ে ওই তিন শিশু বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর আহত তিন শিশুর নাম অসীম শেখ (৬),মাহমুদা খাতুন (৯) দুজনেই হাউসনগরের বাসিন্দা। অন্যদিকে, এহিদিনা পারভীন (৭) শিবনগরের বাসিন্দা বলে খবর। গুরুতর আহত তিন শিশুই শঙ্করপুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রাথমিক শ্রেণির ছাত্র ছাত্রী বলে স্থানীয় সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ।

বুধবার সকালে শঙ্করপুরের আইসিডিএস কেন্দ্রের বাইরেই খেলছিল শিশুদের একটি দল। তখনও শিক্ষক শিক্ষিকা স্কুলে এসে পৌঁছননি। এর মাঝে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা আর মিড ডে মিলের রান্না যাঁরা করেন, তাঁরা ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তিনটে শিশু। স্থানীয় সূত্রে খবর, এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে খেলার সময়ে বল ভেবে বোমা হাতে তুলে নিয়েছিল এক খুদে পড়ুয়া। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। বিস্ফোরণে কিছুটা দূরে ছিটকে পড়ে সে। পাশেই ছিল আরও দু’জন। তারাও মারাত্মকভাবে জখম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এক শিশুর আঘাত গুরুতর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নির্দিষ্ট সময়ের একটু আগেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে পৌঁছে গিয়েছিল বেশ কয়েকটি শিশু। সাধারণত তেমনটাই করে তারা। পড়াশোনার আগে কেন্দ্রের বাইরে সামনের উঠোনে একটু খেলে নেয়। এদিন তাদেরই তিন জন একটি সুতোলির গোলা পড়ে থাকতে দেখেছিল। আপাত নিরীহ মন তাকে বল ভেবে নেয়। বল ভেবে হাতে তুলতেই বিকট শব্দে ফেটে বোমাটি। কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়ে তিন শিশু।

ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিশুদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব আমরা নিচ্ছি। পুলিশ প্রশাসনকে বলব যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করতে।

 

 

 

 

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version