Sunday, November 16, 2025

ইজরায়েল-গাজার যুদ্ধ যেন আঞ্চলিক সংঘর্ষের রূপ না নেয়: G-20 সামিটে বার্তা মোদির

Date:

G-20 ভার্চুয়াল সামিটে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সন্ত্রাসবাদ আমরা কখনই চাই না। সাধারণ মানুষের মৃত্যু যেখানেই হোক না কেন তা নিন্দনীয়। ইজরায়েল ও হামাস যুদ্ধ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পণবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশাকরি সমস্ত পণবন্দিদের খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে।” উল্লেখ্য, সংঘর্ষ বিরতি চুক্তির বিনিময়ে গাজায় পণবন্দ (Hostages) করে রাখা ৫০ জনকে মুক্তি(release) দিয়েছে হামাস জঙ্গিরা।

ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, যুদ্ধক্ষেত্রে সময়মতো মানবিক সাহায্য পৌঁছানো প্রয়োজন। ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ যাতে কোনো আঞ্চলিক সংঘর্ষের রূপ না নেয় তা নিশ্চিত করাও জরুরি। আজ বিশ্বজুড়ে সংকটের মেঘ, তা সত্ত্বেও আমি বলব, এক পরিবারের সদস্য হয়ে থাকলে তাতে যে শক্তি পাওয়া যায় তা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যবহার করতে পারি আমরা। মানব কল্যাণের জন্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি। এ জন্য ধাপে ধাপে এগিয়ে যেতে প্রস্তুত ভারত। এছাড়াও ভারতে আয়োজিত জি২০ সামিট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতের কোটি কোটি মানুষ G-20 সামিটে যোগ দিয়েছেন। আমরা এটিকে উৎসবের মতো উদযাপন করেছি। আমি যখন এই ভার্চুয়াল সামিটের প্রস্তাব দিয়েছিলাম, তখন আমার ধারণা ছিল না যে আজকের বিশ্ব পরিস্থিতি কেমন হবে। গত মাসে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে আমাদের কাছে। বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার পরিস্থিতি আমাদের সকলের জন্য উদ্বেগের বিষয়। আজ এই পরিস্থিতির মাঝে আমাদের একত্রিত হওয়া এটাই বার্তা দেয় যে আমরা সমস্ত সমস্যার প্রতি সংবেদনশীল এবং সেগুলি সমাধানের জন্য একসাথে দাঁড়িয়েছি।

এর পাশাপাশি সাম্প্রতিক ডিপ ফেক ছবি ও ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে এআই-এর নেতিবাচক ব্যবহার উদ্বেগজনক। এবিষয়ে ভারতের প্রস্তাব AI-এর বৈশ্বিক নিয়ন্ত্রণে আমাদের একসাথে কাজ করা উচিত। সমাজ এবং কোনও ব্যক্তির জন্য ডিপফেক ছবি বা ভিডিওগুলি কতটা বিপজ্জনক তার গুরুত্ব বুঝে আমাদের এগিয়ে যেতে হবে। এআই, জনসাধারণের জন্য নিরাপদ হওয়া উচিত। তিনি বলেন, আগামী মাসে ভারতে গ্লোবাল এআই পার্টনারশিপ সামিটের আয়োজন করা হচ্ছে, আমি আশা করছি আপনারা সবাই সেখানেই উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এদিন ভার্চুয়াল জি ২০-র বৈঠকে উপস্থিত ছিলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিরাও।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version