Sunday, August 24, 2025

আয়ুর্বেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এক শ্রেণীর ডাক্তার: সুপ্রিম ধমকে দাবি রামদেবের

Date:

আয়ুর্বেদ ঔষধ নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও মন্তব্যের জেরে শীর্ষ আদালতে তিরস্কার করা হয়েছে যোগ গুরু বাবা রামদেবকে। এই ঘটনার পর বুধবার রামদেব দাবি করলেন, এক শ্রেণীর ডাক্তার যোগ ও আয়ুর্বেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। পাশাপাশি তাঁর দাবি, পতঞ্জলি আয়ুর্বেদ কোনরকম মিথ্যা ছড়াচ্ছে না।

হরিদ্বারে এক সাংবাদিক সম্মেলনে বাবা রামদেব বলেন, “গতকাল থেকে, বিভিন্ন মিডিয়া সাইটে, একটি খবর ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট পতঞ্জলিকে ভর্ৎসনা করেছে। সর্বোচ্চ আদালত বলেছে যে আপনি যদি মিথ্যা প্রচার করেন, তাহলে আপনাকে জরিমানা করা হবে… আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি। কিন্তু আমরা কোনও মিথ্যা প্রচার করছি না।” একই সঙ্গে তিনি বলেন, অপপ্রচারে দোষী প্রমাণিত হলে যে কোনো শাস্তি ভোগ করতে আমি প্রস্তুত। রামদেব আরও বলেন, “কয়েকজন ডাক্তার একটি দল তৈরি করেছে যারা যোগব্যায়াম, আয়ুর্বেদ ইত্যাদির বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালায়… আমরা যদি মিথ্যাবাদী হই, তাহলে আমাদের এক হাজার কোটি টাকা জরিমানা করুন, এবং আমরা মৃত্যুদণ্ডের জন্যও প্রস্তুত। কিন্তু আমরা যদি মিথ্যাবাদী না হই, তাহলে যারা সত্যই মিথ্যা প্রচার করছে তাদের শাস্তি দিন। গত ৫ বছর ধরে রামদেব এবং পতঞ্জলিকে টার্গেট করে অপপ্রচার চলছে।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট মঙ্গলবার কেন্দ্রকে নির্দেশ দিয়েছে রোগের নিরাময় রয়েছে বলে দাবি করা বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি বন্ধ করার জন্য একটি প্রক্রিয়া তৈরি করতে। আদালত আধুনিক ওষুধের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য রামদেব এবং তার কোম্পানিকে তিরস্কার করে। বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর নেতৃত্বে একটি বেঞ্চ জানায়, “আপনি (পতঞ্জলি) যা করছেন এটা আইনের স্পষ্ট লঙ্ঘন। আপনি যদি এটি করতে থাকেন তবে প্রতিটি পণ্যের জন্য ১ কোটি টাকা করে জরিমানা আরোপ করবো।” বিচারপতি পি কে মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, “আমরা মিথ্যা দাবি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের সমস্যার একটি বাস্তব সমাধান খুঁজতে চাই।”

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version