Friday, November 28, 2025

বড় ধা.ক্কা খেল NIA, সুপ্রিম নির্দেশে ঝিরাম ঘাটি গণহ.ত্যা মা.মলা ত.দন্ত করবে ছত্তিশগড় পু.লিশ

Date:

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো এনআইএ। ছত্তিশগড়ের বহুল আলোচিত ঝিরাম ঘটি গণহত্যা মামলায় ছত্তিশগড় পুলিশকে এই পুরো ষড়যন্ত্রের তদন্ত করতে এবং এফআইআর নথিভুক্ত করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ-র আবেদন খারিজ করে দেন, যেখানে বলা হয়েছিল যে এই মামলায় তদন্ত করার অধিকার কেবলমাত্র তাদেরই রয়েছে।

উল্লেখ্য, ২৫মে, ২০১৩-তে, ছত্তিশগড়ের তৎকালীন প্রবীণ কংগ্রেস নেতারা বস্তারে একটি পরিবর্তন সমাবেশ থেকে ফিরছিলেন। তারপরে সুকমা জেলার ঝিরাম উপত্যকার কাছে নকশালদের দ্বারা তাঁদের কনভয় আক্রান্ত হয়। এই বড় গণহত্যায়, বস্তারের প্রবীণ কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা, তৎকালীন রাজ্য সভাপতি নন্দকুমার প্যাটেল এবং তাঁর ছেলে দীনেশ প্যাটেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা, রাজনান্দগাঁওয়ের প্রাক্তন বিধায়ক উদয় মুদালিয়ার সহ বহু নেতা ও নিরাপত্তা কর্মী সহ মোট ২৯ জন নিহত হন। এই মামলার তদন্তভার এনআইএ-কে দিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার। এনআইএ-এর তদন্ত রিপোর্ট নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। একইসঙ্গে রাজ্যে কংগ্রেস সরকার গঠনের পর এনআইএ-এর তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া ছত্তিশগড় পুলিশও জানিয়েছে, এই বিষয়ে আলাদা তদন্ত হবে।

ওই হামলায় শহীদ উদয় মুদালিয়ারের ছেলে জিতেন্দ্র মুদালিয়ার তাঁর বাবার হত্যার অভিযোগে মামলা দায়েরের দাবিতে পুলিশের কাছে আবেদন করেছিলেন। বস্তার এসপির কাছে একটি স্মারকলিপিও জমা দেন তিনি। পাশাপাশি এই আবেদনে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। এমতাবস্থায় ছত্তিশগড় পুলিশ বিষয়টি তদন্ত করতে যাচ্ছে। তাই এনআইএ সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে এফআইআরের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। বলা হয়েছিল যে ঝিরাম মামলার তদন্ত করার ক্ষমতা একমাত্র তাঁরই রয়েছে। মামলার চূড়ান্ত শুনানি শেষে তা রায়-এর জন্য সংরক্ষণ করা হয়। মঙ্গলবার রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র-এর বেঞ্চ। আদালত এনআইএ-র আবেদন খারিজ করে দেওয়ায় ছত্তিশগড় পুলিশ এখন ঝিরাম গণহত্যার তদন্ত করবে।

আরও পড়ুন- BGBS-এর মঞ্চে অমিত মিত্রর সঞ্চালনায় মুগ্ধ অতিথিরা

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...
Exit mobile version