১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন একটি কোচিং দলকে। রাহুল দ্রাবিড়ের বদলে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

২) বিশ্বকাপ অতীত। আজ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামবে ভারত। সেই সিরিজে ভারতের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। নতুন দায়িত্ব পেলেও এখনও বিশ্বকাপের ফাইনালে হারের ‘আতঙ্ক’ তাড়া করে বেড়াচ্ছে তাঁকে।
৩) বিশ্বকাপের পর ভারতবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেটারের এই কাজের জন্য তাঁর প্রশংসা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফকে নিশানা করলেন ওয়ার্নার।

৪) কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হলেন গৌতম গম্ভীর। গত মরশুমে লখনৌ সুপার জায়েন্ট দলেই ছিলেন গৌতম গম্ভীর। এই মরশুমে চলে এলেন কলকাতায়। মেন্টর হিসাবে নিয়ে এলেন কেকেআরের মালিক শাহরুখ খান। নতুন দায়িত্ব পেলেন গম্ভীর।

৫) ব্রাজিল-আর্জেন্তিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের হাইভোল্টেজ ম্যাচ। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পুলিশের সঙ্গে আর্জেন্তিনার সমর্থকদের মারামারি হওয়ায় ম্যাচ বন্ধ থাকে ৩০ মিনিট। সেই ঘটনায় প্রবল ক্ষিপ্ত লিয়োনেল মেসি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
