Sunday, August 24, 2025

গাজার আল শিফা হাসপাতালের ডিরেক্টর গ্রেফতার, শুক্রবার মুক্তির সম্ভাবনা ৫০ বন্দির

Date:

ইজরায়েলে হামলার পর হাজারেরও বেশি মানুষকে হত্যার পাশাপাশি হামাসের হাতে বন্দি হয়েছিলেন আড়াইশো মানুষ। তারপর থেকে ইজরায়েলের লাগাতার হামলায় নাভিশ্বাস উঠেছে হামাসের। এখন ৫০ পণবন্দির মুক্তির বিনিময়ে কিছুদিনের যুদ্ধবিরতি চায় হামাস। কাতারের মধ্যস্ততায় এই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা অনেকটা পথ হাঁটলেও শুক্রবারের আগে ৫০ বন্দির মুক্তির সম্ভবনা কম বলে জানিয়েছে ইজরায়েল। এদিকে আল শিফা হাসপাতালের মধ্যে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে বৃহস্পতিবার হাসপাতালের ডিরেক্টরকে গ্রেফতার করেছে ইজরায়েল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের ডিরেক্টরকে গ্রেফতার করেছে ইজরায়েল। আল-শিফা হাসপাতালের একজন ডাক্তার এএফপিকে বলেছেন, হাসপাতালের প্রধান সহ আরও কয়েকজন চিকিৎসাকর্মীকে ইজরায়েলি বাহিনী গ্রেফতার করে। হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা বলেন, ‘ডা. মোহাম্মদ আবু সালমিয়াকে আরও কয়েকজন সিনিয়র চিকিৎসকের সঙ্গে গ্রেফতার করা হয়েছে।’ এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই ইজয়েলের আধিকারিকদের তরফে জানা গিয়েছে, শুক্রবারের আগে ৫০ পণবন্দির মুক্তির সম্ভাবনা কম। এবিষয়ে আলোচনা এখনও চলছে। আলোচনা চুড়ান্ত হলে বন্দিমুক্তির দিনক্ষন প্রকাশ্যে আনা হবে।

উল্লেখ্য, কাতারের মধ্যস্ততায় হামাসের সঙ্গে ৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৫০ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ১৫০ জন বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল, একইসঙ্গে ৪ দিন যুদ্ধ থেকে বিরত থাকবে তারা। এমনকি ওই সময় গাজা স্ট্রিপে গৃহহীন মানুষদের কাছে মানবিক সাহায্যও পাঠানো হবে। কাতারের পাশাপাশি এই যুদ্ধ বিরতি চুক্তি সম্পন্ন করতে মধ্যস্ততায় এগিয়ে এসেছে আমেরিকা ও মিশর।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version