Saturday, August 23, 2025

দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে সাফল্য এল মহাকাশ বিজ্ঞানে (Space science)। যে মহাশূন্য নিয়ে সকলের মনে কৌতুহল আর উৎকণ্ঠার দোলাচল, সেই স্থান থেকেই পৃথিবীর উদ্দেশে উড়ে এল বার্তা! গল্প নয় সত্যি। মহাকাশের ১৬ মিলিয়ন কিলোমিটার দূর থেকে পাঠানো লেজার বার্তা (laser-beamed communication) পৌঁছে গেল ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির ক্যালটেকস পালোমার অবজারভেটরিতে (Palomar Observatory in California)। মহাকাশ গবেষণায় (Space research) এক নতুন অধ্যায়ের সূচনা হল।

নাসার (NASA) বিজ্ঞানীরা বলছেন লেজার বিমের মাধ্যমে এই বার্তা রিসিভ করা হয়েছে পৃথিবীতে। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকা একটি গ্রহাণুর দিকে সাইকি নামে একটি মহাকাশযান পাড়ি দেয় গত ১৩ অক্টোবর। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Center in Florida) থেকে সেটি রওনা দেয়। বিজ্ঞানীদের ধারণা এই গ্রহানুতে নানা খনিজ রয়েছে। সেই সন্ধানেই পৃথিবী থেকে উড়ে যায় মহাকাশযান। এখন সে চাঁদকে অতিক্রম করে আরও গভীরে ছুটে চলেছে। আর এই যাত্রা পথের মাঝেই মহাশূন্য থেকে পাওয়া বেশ কিছু তথ্য লেজের বিমের মাধ্যমে সে পৃথিবীতে পাঠিয়েছে। গোটা বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাকেই সম্ভব করেছে ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন (Deep Space Optical Communications) পদ্ধতি। বিগত কিছু বছর ধরেই DSOC নিয়ে কাজ করছেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাশূন্য থেকে কোনও গবেষণালব্ধ বিষয় যদি কোনও মহাকাশযান পাঠায় তাহলে তা এই লেজারের সাহায্যে পাঠাতে পারবে, যা এবার বাস্তবায়িত হল। সাইকির পাঠানো বার্তা লেজার বিমের হাত ধরে একদম ঠিকঠাক ক্যালটেকস পালোমার অবজারভেটরিতে (Palomar Observatory in California) পৌঁছে গেছে। আর এতেই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। তাঁদের মতে এবার থেকে পৃথিবীতে বসেই মহাকাশের গভীরে ঘটতে থাকা ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।


Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version