Tuesday, December 2, 2025

গেরুয়া রাজ্যে ১৪২ জন ছাত্রীকে যৌ.ন নি.র্যাতন! গ্রেফ.তার হরিয়ানার সরকারি স্কুলের প্রিন্সিপাল 

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে ফের নারী হেনস্থার (Women molestation)ঘটনা প্রকাশ্যে। এবার ১৪২ জন ছাত্রীকে যৌন হেনস্থার (Sexual assault)অভিযোগ উঠল খোদ স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। হরিয়ানার জিন্দে জেলার সরকারি স্কুলের (Government school) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশ হোক কিম্বা মধ্যপ্রদেশ যেখানে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার সেখানেই নারী সুরক্ষা প্রশ্নের মুখে। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী নির্যাতনের ঘটনা শিরোনাম হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। এ বিষয়ে সব থেকে এগিয়ে উত্তর প্রদেশ। এবার অবশ্য হরিয়ানাতে স্কুল ছাত্রীদের যৌন হেনস্থার মতো জঘন্য অপরাধ সামনে এল। সে রাজ্যের সরকারি স্কুলে সন্তানদের পড়াশোনা করতে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না অভিভাবকরা। প্রাথমিকভাবে ৬০ জন ছাত্রী প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ আনেন, পরে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৪২। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবেই নিজের কুকর্ম চালিয়ে যাচ্ছিলেন ওই প্রিন্সিপাল বলে অভিযোগ। যদিও বিজেপি সরকারের তাই নিয়ে কোন হেলদোল নেই। জিন্দ জেলার সহকারি পুলিশ কমিশনার মহম্মদ ইমরান রেজা বলেন, “সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিটি মোট ৩৯০ জন মেয়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে ১৪২ জনের যৌন নির্যাতনের অভিযোগ আমরা শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়েছি। অভিযুক্ত প্রিন্সিপাল বর্তমানে জেলে রয়েছেন।” মহিলা কমিশনের পক্ষ থেকে গত ১৪ সেপ্টেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তখন শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি হরিয়ানার পুলিশ। তদন্তের স্বার্থে স্কুল বা প্রিন্সিপালের নাম প্রকাশ্যে আনা হয়নি।

spot_img

Related articles

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...

পূর্ণ গতিতে নির্মাণ শুরু হচ্ছে নিউ টাউনের দুর্গা অঙ্গনের, জানালেন মুখ্যমন্ত্রী

নিউ টাউনের বহুল প্রতীক্ষিত দুর্গা অঙ্গনের নির্মাণ এবার পূর্ণ গতিতে শুরু হতে চলেছে। নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী...