Monday, August 25, 2025

হামাস জঙ্গিরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বার করে নিকেশ করতে হবে। গোয়েন্দা সংস্থা মোসাদকে এমনই নির্দেশ দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রায় ৪৫ দিন ধরে চলছে হামাসের সঙ্গে ইজরায়েল যুদ্ধ। তবে এই চারদিনের জন্য ছেদ পড়তে চলেছে এই যুদ্ধে। যদিও বেঞ্জামিন সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধে এই বিরতি সাময়িক। এই লড়াই চলবেই।

মোসাদকে দেওয়া নেতানিয়াহুর এই নির্দেশের পরই শুরু হয়েছে চর্চা। উল্লেখ্য, ১৯৭৬-এর মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য ইজরায়েল ‘অপারেশন র‍্যাথ অফ গড’ শুরু করেছিল। ইউরোপ-সহ বিশ্বজুড়ে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন ‘ব্ল্যাক সেপ্টেম্বর’-এর নেতাদের হত্যা করে গোয়েন্দা সংস্থা মোসাদ। ওই কায়দাতেই এবার বিশ্বজুড়ে হামাসের শীর্ষ নেতাদের নিকেশ করতে মোসাদকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর। সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বেঞ্জামিন জানাচ্ছেন, “আমি সাফ জানাচ্ছি যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছচ্ছি, ততক্ষণ লড়াই চলবেই।”

এদিকে গাজায় সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাকে নিজেদের গড় বানিয়েছে হামাস। তার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। আল শিফা হাসপাতাল দখলে নিয়েছে ইজরায়েলি সেনা। সুড়ঙ্গটি হামাস বানিয়েছে বলে দাবি করেছে আইডিএফ। কী ভাবে অত্যাধুনিক সেই সুড়ঙ্গ বানানো হয়েছে, তার ছবিও প্রকাশ্যে আনা হয়েছে। ড্রোন ক্যামেরার সাহায্যে সুড়ঙ্গের ভিতরে কোথায় কী রয়েছে তা দেখানো হয়েছে। সুড়ঙ্গের ভিতরে রয়েছে ঘর, থাকার ব্যবস্থা, অত্যাধুনিক সর়ঞ্জাম, বাথরুম। সাড়ে ৬ ফুট উচ্চতার ওই সুড়ঙ্গে ঢোকার জন্য হাসপাতাল চত্বরে রয়েছে ছোট্ট একটি দরজা। যা কোনও ভাবেই বোঝার উপায় নেই।

আরও পড়ুন:এখনও ১০ মিটার খুঁড়তে হবে! উত্তরকাশীর টানেলে ঢুকলেন কেন্দ্রীয় মন্ত্রী

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version