Monday, August 25, 2025

গেরুয়া ত্যাগীদের রং, ভোগীদের নয়: কেন্দ্রের রং বদল নিয়ে প্র.বল খোঁ.চা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

মেট্রো রেলের ভবন থেকে ভারতীয় ক্রিকেটদলের জার্সি- সব রং বদলানোর অপচেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারে। বৃহস্পতিবারের তৃণমূলের মেগা বৈঠক থেকে এই বিষয় নিয়ে গেরুয়া শিবিরকে প্রবল খোঁচা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিনের সভা থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিং রং বদলের চেষ্টা নিয়েও তোপ দাগেন মমতা।

তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি তো এখনও বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংখেড়ে হতো আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এতভাল খেলাধুলায়। সব গেরুয়া পরিয়ে দিয়েছে। বুঝুন। ইভেন খেলতে গিয়েও বলেছিল, নীল পরা যাবে না। প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি। তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে।”

এর পরই সবকিছুর গৈরিকীকরণ নিয়ে সুর চড়িয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “মেট্রো রেলের স্টেশনে গেরুয়া করে দিয়েছে। আমাদের চিঠি দিচ্ছে, সাহস কত বড়। বলছে, সব গেরুয়া করে দিতে হবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো। না হলে টাকা দেব না।” এরপরেই প্রবল খোঁচা দিয়ে মমতা বলেন, “করব আমরা, তোমরা গেরুয়া রং লাগাবে। গেরুয়া তোমাদের নয়। গেরুয়া ত্যাগীদের, ভোগীদের নয়।”

ভারত বিশ্বকাপ না জেতায় তিনি যে মর্মাহত তা বুঝিয়ে দিয়েছেন মমতা। কারও নাম না করে তুমুল কটাক্ষ তৃণমূলনেত্রীর৷ বলেন, “ভারত সব ম্যাচ জিতেছে৷ শুধু যে ম্যাচে পাপিষ্ঠরা গেল সেটাই জিততে পারল না৷“ মমতার (Mamata Banerjee) আক্ষেপ, ‘‘ভারতের ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরাই জিততাম। আমরা এত ভাল খেলি। সব গেরুয়া করে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে…..মনে রাখবেন পাপ ছাড়ে না বাপকে।’’

spot_img

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...