Friday, November 28, 2025

শ্রমিকদের বের করতে সুড়ঙ্গে বি.পর্যয় মোকাবিলা বাহিনী, কখন শেষ হবে উদ্ধারকাজ?

Date:

Share post:

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গ (Tunnel) থেকে অবশেষে বার করে আনা হবে আটকে পড়া ৪১ জন শ্রমিককে (Workers)। ইতিমধ্যে সুড়ঙ্গের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ভিতরে পাঠানো হয়েছে ইভাকুয়েশন পাইপ (Evacuation Team)। তার মধ্য দিয়ে পাঠানো হবে ট্রলি। আর ওই ট্রলিগুলিতে শুইয়ে শ্রমিকদের বাইরে আনা হবে বলে খবর। বৃহস্পতিবার সকালেই আটকে থাকা শ্রমিকদের বাইরে বের করে আনা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই স্ট্রেচার নিয়ে ভিতরে পৌঁছেছেন এনডিআরএফ (NDRF)-এর কর্মীরা। এদিকে প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল বুধবার রাতের মধ্যেই উদ্ধারকাজ সফল হতে পারে। কিন্তু তা হয়নি। শেষ পাওয়া খবর, আর মাত্র ১২ মিটার খোঁড়া বাকি। তারপরেই শ্রমিকদের নাগাল পাওয়া যাবে। তবে প্রয়োজনীয় সব কাজ সেরে আটক শ্রমিকদের নাগাল পাওয়া যে খুব সহজ হবে না তা মনে করছেন প্রশাসনিক আধিকারিকদের একাংশ। কারণ, শুধু পাইপ বসানো নয়, জল-কাদা ঢুকে পড়া আটকাতে পাইপের জোড়-মুখ ঝালাইয়ের কাজ করতে হচ্ছে উদ্ধারকারীদের। সূত্রের খবর, ভেঙে সুড়ঙ্গের ইস্পাতের খণ্ডও পাইপের মুখে এসে পড়ায় বার বার খোঁড়ার কাজ ব্যাহত হচ্ছে, শ্লথ হচ্ছে কাজের গতি।

বৃহস্পতিবার সকালে অক্সিজেন মাস্ক পরে পাইপের মাধ্যমে সুড়ঙ্গে ঢুকেছেন উদ্ধারকারী দলের সদস্যেরা। তাঁদের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি রয়েছে বলে খবর। প্রয়োজন মতো তাঁরা রাস্তা খুঁড়ে শ্রমিকদের দিকে এগিয়ে যাবেন। এদিকে ইতিমধ্যে ৪১ আসনের অস্থায়ী হাসপাতালের ব্যবস্থাও করা হয়েছে সুড়ঙ্গের বাইরেই। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ২০টি অ্যাম্বুল্যান্স। শ্রমিকেরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলে তাঁদের অ্যাম্বুল্যান্সে তোলা হবে এবং হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করা হবে।

এদিকে উত্তরাখণ্ড পর্যটন দফতরের এক উচ্চপদস্থ কর্তা সাংবাদিকদের বলেন, আমরা অনেকটাই এগোতে পেরেছি। আশা করছি, আগামী দু’ঘণ্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ৬৭ শতাংশ খনন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও তা বার বার ব্যর্থ হয়েছে। সুড়ঙ্গের যে অংশে শ্রমিকেরা আটকে আছেন, কিছুতেই সেখানে পৌঁছতে পারছিলেন না উদ্ধারকারীরা। গত ১১ দিন ধরে বদ্ধ সুড়ঙ্গেই আটকে আছেন শ্রমিকেরা।

 

 

 

 

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...