গুস্কারা মাহাতা গ্রামের জমিদার পরিবারের জমিদার সুন্দর গোপাল মিত্র এর উদ্যোগে শুরু হওয়া এই জগদ্ধাত্রী পুজো প্রায় ২০০ বছর ধরে আয়োজিত হয়ে আসছে।
এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল, এই পুজো দুই দিনে সম্পন্ন করা হয়। একদিন হয় ষষ্ঠী আর একদিন এ সপ্তমী অষ্টমী এবং নবমী পুজো একসাথে সম্পন্ন করা হয়।
মেনুতে থাকে খিচুড়ি, বাঁধাকপির তরকারি এবং মাছের টক।