Wednesday, November 5, 2025

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) নিয়ে মানুষের মনে একাধিক আশঙ্কা জন্মাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)মানুষের বেকারত্ব বাড়াবে, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে একাধিক সংস্থা- ঠিক এই ভাবনাগুলো যখন জোরালো হচ্ছে ঠিক তখনই আশার কথা শোনালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা তথা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্টেশনের (Bill & Melinda Gates Foundation) মালিক বিল গেটস (Bill Gates)। তিনি বলছেন, এআই (AI) মানুষের কাজ কেড়ে নেবে না। তবে কাজের ধরন বদলে যাবে। যে কাজ করতে এতদিন এক সপ্তাহ সময় লাগতো এখন মাত্র ৩ দিনেই তা হয়ে যাবে। তবে মানুষকে প্রতিস্থাপন করতে পারবে না এই প্রযুক্তি।

চিকিৎসা পরিকাঠামো থেকে মহাকাশবিদ্যা সবেতেই এআই-এর বাড়বাড়ন্তে মানব সভ্যতার অস্তিত্বই সঙ্কটের মুখে ফেলবে বলে আশঙ্কা বাড়ছে। আর ঠিক সেই আবহে বিল গেটসের মুখে অন্য কথা। যদিও এই মন্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। সম্প্রতি ট্রেভর নোয়ার পডকাস্টে বিল গেটস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন। মোট ৪৫ মিনিটের কথোপকথনে, এআই এবং প্রযুক্তি কীভাবে মানব জীবনে পরিবর্তন আনতে পারে, সেই সম্পর্কে আলোচনা করেছেন। তাঁর মতে একদিন এমন সময় আসবে, যখন মানুষকে বেশি পরিশ্রম করতে হবে না। মানে খাবার রান্না থেকে জিনিস তৈরি সবকিছুই করবে এই প্রযুক্তি। এতে সময়ের সাশ্রয় হবে। তবে শিল্প বিপ্লবের মতো নাটকীয় হবে না। উদাহরণ হিসেবে তিনি জানান, ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনগুলি অফিসের কাজের অবসান ঘটায়নি। তবে, এই অ্যাপগুলি সেই কাজকে চিরতরে বদলে দিয়েছে। সেই সময় নিয়োগকর্তা এবং কর্মচারীদের তার সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। তবে এআই-এর ঝুঁকি নিয়ে চিন্তা থাকছে। সেটা মানুষের কাজ হারানোর নয় বরং প্রযুক্তির অপব্যবহারের।


Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version