Wednesday, November 5, 2025

সঙ্গিনীর খোঁজে দু’হাজার কিলোমিটার পার, তবু নিরা*শ ‘বাঘমামা’

Date:

পায়ে পায়ে দু’হাজার কিলোমিটার পথ পেরিয়ে রেকর্ড গড়ল বাঘ (Tiger)! মহারাষ্ট্রের বিদর্ভ (Vidarbha in Maharashtra)থেকে বাঘটি ৪ রাজ্য ঘুরে এসে পৌঁছেছে দক্ষিণ উড়িষ্যার পূর্বঘাট পর্বতমালায়। কিন্তু তবুও মনের মতো সঙ্গিনী মিলল না। তাড়োবা ব্যাঘ্রপ্রকল্পের ব্রহ্মপুরী জঙ্গলের (Brahmapuri forest of Taroba tiger project)ওই বাঘটি কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল। গলায় রেডিয়ো কলার পরানো ছিল না বলে বাঘটির অবস্থান চিহ্নিত করা যাচ্ছিল না। অবশেষে উড়িষ্যার মহেন্দ্রগিরি সংরক্ষিত বনাঞ্চলে সে ক্যামেরাবন্দি হয়েছে। মুখ-গায়ের কালো ডোরার ছোপ দেখে তাকে শনাক্তও করা গিয়েছে।

এর আগে ২০২৩ সালে মহারাষ্ট্রের বিদর্ভেরই টিপেশ্বর অভয়ারণ্য ছেড়ে প্রায় তিন হাজার কিলোমিটার হেঁটে রেকর্ড গড়ে ফেলেছিল একটি বাঘ। লক্ষ্য ছিল মনের মতো সঙ্গিনী খোঁজা। কিন্তু তা পাওয়া যায়নি। তবে সে তার মনের মতো সঙ্গিনী না খুঁজে পেয়ে আবার পুরনো এলাকাতেই ফিরে গিয়েছিল সে। এবার উড়িষ্যায় পৌঁছে যাওয়া তাড়োবার বাঘটি এ ক্ষেত্রে দ্বিতীয় দীর্ঘতম পথ অতিক্রম করে রেকর্ডগড়ল। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলছেন, বাঘটি মনের মতো সঙ্গিনীর খোঁজেই দীর্ঘপথ পাড়ি দিয়েছে। মহেন্দ্রগিরি এলাকায় মনের মতো সঙ্গিনী খুঁজে না পাওয়ায় বাঘটি ফের পরিযান শুরু করতে পারে বলেও মনে করা হচ্ছে।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version