Friday, May 16, 2025

লিলুয়ায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের পর এবার একবালপুর। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, লিলুয়ায় এক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার। শুক্রবার সেই একই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। জানিয়ে দিলেন, যত পুলিশ প্রয়োজন ব্যবহার করে নির্মাণ ভাঙতে হবে। কোনওরকম বাধা আদালত বরদাস্ত করবে না। বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন, বাড়িটি ভেঙে ফেলার জন্য যত পুলিশ প্রয়োজন, তত পুলিশ নিয়ে যেতে হবে বাড়িটি ভাঙতে। যাতে কোনও ভাবেই কাজে বাধা না পড়ে।

কলকাতা পুরসভা এলাকার যে বাড়িটি ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ সেই বাড়িটি একবালপুর এলাকার ৭৭ নম্বর ওয়ার্ডে। নির্মাণটি বেআইনি বলে জানিয়ে বিচারপতি সিংহ নির্দেশ দেন, ‘‘১৮ ডিসেম্বরের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভাঙতে হবে। যত পুলিশ প্রয়োজন, তত পুলিশ নিয়ে নিয়ে যেতে হবে ওই নির্মাণ ভাঙতে। প্রয়োজনীয় বাহিনী দিতে হবে বন্দর এলাকার ডিসিকে।’’

এর আগেও পুজোর সময় বিধাননগর পুরসভার একটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। বৃহস্পতিবারের নির্দেশটিও প্রথমে দিয়েছিলেন বিচারপতি সিনহাই। লিলুয়ার ওই নির্মাণ ভেঙে ফেলার মামলায় বিচারপতি সিনহার সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশ বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চও। কিন্তু পরে গত ৪ সেপ্টেম্বর ওই নির্মাণ ভাঙতে গিয়ে বাধা পান বালি পুরসভার লোকজন। পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয় জানিয়ে এর পর ফের মামলা হয় কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তিনিও একই নির্দেশ বহাল রাখেন।

 

Related articles

কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

জরুরি ভিত্তিতে শুধুমাত্র কলকাতা পুলিশেই নিয়োগ হবে ৮০০ অস্থায়ী হোমগার্ড। সরকার বিদ্যাসাগর সেতুর দ্বিতীয় দফার  সংস্কার ও মেরামতির...

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী...

ইস্টবেঙ্গলের তালিকায় ১৯ বিদেশি

নতুন মরসুমের জন্য এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। সবার আগে দলের বিদেশিদের দিকেই নজর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।...

বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ: তিলোত্তমাকে সেরার শিরোপা কেন্দ্রের, কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

ফের সেরার শিরোপা তিলোত্তমার মাথায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে কেন্দ্রীয়  সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে আনল...
Exit mobile version