Sunday, November 9, 2025

ভারতীয় নৌসেনা আধিকারিকদের মৃ.ত্যুদণ্ড রদের আর্জি পুনর্বিবেচনা করবে কাতার

Date:

আট নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল।আর সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় কাতারের আদালত। ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ আধিকারিকের বিরুদ্ধে। ভারতের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ড রদে আর্জি জানানো হয়। ভারতের এই আবেদন গ্রহণ করেছে কাতার আদালত। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুনানি।

প্রসঙ্গত, ২০২২ সালে কাতারের গোয়েন্দা বিভাগের হাতে এই আট নৌসেনা কর্মী গ্রেফতার হন। তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় কাতার আদালত। এই আটজনের মধ্যে একজনের বোন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে আবেদন জানান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের অনুরোধ করেন। এরপরই নড়েচড়ে বসে ভারতের বিদেশমন্ত্রক। তারা বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

জানা গিয়েছে, এই ৮ জনই ভারতীয় নৌসেনাতে উচ্চপদে ছিলেন। ২০ বছর ধরে তারা দেশকে সেবা করেছেন। কাতারের আদালত কি নির্দেশ দেয় তার ওপরেই এখন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে কাতার আদালত থেকে যদি তারা মুক্তি পেয়ে যাযন, তবে দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। যদিও কাতারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আপাতত ভারতের আবেদন খতিয়ে দেখে ফের মামলার শুনানি শুরু হবে কাতারের আদালতে। যদিও আগামী শুনানির তারিখ এখনও জানা যায়নি।  তবে দ্রুত নৌসেনা আধিকারিকরা দেশে ফিরে আসুন,এটাই সকলে চাইছেন।

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version