ভিআইপি রোডের একাংশে ভারী যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ৪ মাস

মেট্রো রেলে কাজের জন্য রাস্তার একটি অংশ বন্ধ রাখতে হবে। ওই অংশে ইতিমধ্যেই যান চলাচল বন্ধ করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে

দমদম বিমানবন্দর থেকে কলকাতায় প্রবেশের জন্য তৈরি করা হয়েছিল ভিআইপি রোড। বিমানবন্দর মোড় থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা বিস্তৃত। অফিস টাইমে এই রাস্তায় যানবাহনের ব্যাপক চাপ থাকে। শুধু তাই নয়, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে থেকে সড়ক পথে উত্তর ২৪ পরগনা যাওয়ার জন্য এই রাস্তা অপরিহার্য। সেই ভিআইপি রোডে এবার ৪ মাসের জন্য যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ থাকবে।

জানা গিয়েছে, মেট্রো রেলে কাজের জন্য রাস্তার একটি অংশ বন্ধ রাখতে হবে। ওই অংশে ইতিমধ্যেই যান চলাচল বন্ধ করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। যে সময়টুকু যানচলাচলের জন্য রাস্তা খোলা থাকবে, সেই সময় শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করবে। পণ্যবাহী ভারী যান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ভারী যানবাহন বিমানবন্দর মোড় থেকে বিকল্প পথে কলকাতায় ঢুকবে।