পশ্চিম বর্ধমান জেলার কুলটি রেল স্টেশনে (Kulti Rail station) আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দা, যাত্রী ও স্টেশনের দোকানদাররা আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের ফুট ওভার ব্রিজের নীচে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রিজের নীচে থাকা রেলের গোডাউনে আগুন লাগে বলে জানা গিয়েছে। লেলিহান আগুনের শিখা রেলের ফুট ওভার ব্রিজ পর্যন্ত ছুঁয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কুলটি থানার পুলিশ (Kulti police) ও আরপিএফ (RPF )কর্মীরা।