Sunday, May 4, 2025

বাতিল গাড়ি কাটার জন্য এবছরেই চালু হবে রাজ্য স্বীকৃত প্রথম কারখানা

Date:

বাতিল হওয়া গাড়ি কাটার জন্য চলতি বছরেই কাজ শুরু করবে রাজ্য সরকারের স্বীকৃত প্রথম কারখানাটি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কেন্দ্রের নতুন পরিবহন নীতি অনুসারে ১৫ বছরের উপরের গাড়ি বাতিল করতে হবে। সেই গাড়িগুলি কাটার জন্য হাওড়ার উলুবেড়িয়ায় PPP মডেলে উদ্যোগে ওই কারখানাটি তৈরি করা হয়েছে। যেখানে ২৪ হাজার হালকা ও মাঝারি গাড়ি এবং ১২ হাজার ভারি গাড়ি কাটাই করার পরিকাঠামো তৈরি করা হয়েছে।

পরিবহন দফতর সিদ্ধান্ত অনুযায়ী, এর পর জেলায় জেলায় অন্তত একটি করে এই ধরনের ইউনিট (Unit) তৈরি করা হবে। দশটি জেলায় এই স্ক্র্যাপ ইউনিট (Unit) তৈরির জন্য পরিবহন দফতর আগ্রহী ব্যক্তি বা সংস্থার কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আবেদনকারী সংস্থার কাছে স্ক্র্যাপ ইউনিট তৈরির জন্য উপযুক্ত জমি থাকতে হবে। পাশাপাশি, রাজ্য সরকারের বেঁধে দেওয়া অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

পরিবেশ আদালতের নির্দেশ মেনে ১ এপ্রিল থেকে  ধাপে ধাপে পুরনো গাড়ি বাতিল করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু বাতিল হওয়া গাড়িগুলিকে ভাঙার জন্য প্রয়োজন স্ক্র্যাপ ইউনিট। কিন্তু রাজ্যে স্ক্র্যাপ ইউনিটের সংখ্যা যথেষ্ট নয়। সেই কারণে নতুন কারখানা তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার একটি নতুন নীতি তৈরি করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashi Chakraborty) জানিয়েছেন, পুরনো বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন। সেই কাগজ দেখিয়ে নির্দিষ্ট রুট পারমিট দিয়ে তিনি পুনরায় নতুন গাড়ি কিনতে পারবেন।

পাশাপাশি পছন্দের নম্বর নেওয়ার ক্ষেত্রে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে। নতুন গাড়ি কেনার জন্য কর ছাড়ের মতো কিছু বিশেষ সুবিধা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version