গাজা থেকে মু.ক্ত ২৪, ইজরায়েলি কা.রাগার থেকে ৩৯ জন মহিলা ও শিশুর মু.ক্তি!

বুধবার ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে চার দিনের যু.দ্ধবিরতি ঘোষণা করে।

দু মাস ধরে চলতে থাকা ইজরায়েল বনাম হামাস যুদ্ধে অবশেষে মিলল সাময়িক বিরতি। চুক্তি মেনে দুই প্রান্ত থেকেই আটক বন্দিদের মুক্তি দেওয়া হল। শুক্রবার থেকেই চারদিনের অস্ত্রবিরতি শুরু হয়েছে। যদিও এর কিছু সময় পরেই গাজা (Gaza) সংলগ্ন দুটি ইজরায়েলি গ্রামের বাসিন্দাদের সতর্ক করে প্রশাসন। দুই গ্রামে রকেট হামলা করতে পারে হামাস, এমনি আশঙ্কা ইজরায়েলের। সংঘর্ষবিরতির আগে হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল, পালটা অভিযোগ এনেছে হামাস। এই আবহে গাজা থেকে মুক্ত ১৩, ইজরায়েলি তেল আভিভ কারাগার থেকে ৩৯ জন মহিলা ও শিশুকে মুক্তি দেওয়া হল। গতকাল সন্ধ্যা থেকেই এই প্রক্রিয়া শুরু হয়।

কাতারের বিদেশ মন্ত্রক সূত্রে খবর চারদিনেই মুক্তি দেওয়া হবে ৫০ জন পণবন্দিকে। ইজরায়েলের জেলে বন্দি থাকা প্যালেস্টাইনিদেরও ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও কাদের মুক্তি দেওয়া হবে সেই সম্পর্কিত স্পষ্ট তথ্য দুপক্ষের কারোর থেকেই মেলেনি শুক্রবার। তবে সূত্র বলছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অফিসের তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে হামাসের পাঠানো তালিকাটি খতিয়ে দেখেছেন নিরাপত্তা আধিকারিকরা। সম্প্রতি ৫০ জন বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিল হামাস। সেই প্রস্তাব মেনে বুধবার ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে।শুক্রবার ২৪ জন বন্দিকে কেরেম শালোম ক্রসিংয়ের কাছে ইজরায়েলের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৩ জন সে দেশেরই বাসিন্দা।

Previous articleকুলটি স্টেশনে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড, রেলের গোডাউন পু.ড়ে ছা.ই!
Next articleবড়বাজারে শাড়ির গুদামে বি.ধ্বংসী আ.গুন, ঘিঞ্জি এলাকায় সমস্যায় দ.মকল