Saturday, May 24, 2025

‘আমার সাফল্য অনেকেরই সহ‍্য হয়না’, বললেন শামি

Date:

Share post:

২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন ভারতীয় বোলার মহম্মদ শামি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহক তিনি। এরপরই শামিকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। বিশ্বকাপের পর থেকে নতুন করে আলোচনায় উঠে এসেছেন শামি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ক্রিকেটজীবন, পারিবারিক জীবনের নানা কথা বলেছেন তিনি। সেখানেই শামি বলেন, তাঁর সাফল্য অনেকের গায়ের জ্বালা হলেও তাঁর কিছু যায়-আসে না। জীবনে একাধিক বার কঠিন সময় পার করেছেন শামি। কখনও ক্রিকেট তো কখনো আবার ব্যক্তিগত জীবন। সে সব নিয়েই প্রশ্ন করা হয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতেই এমনটাই জানান শামি।

এই নিয়ে শামি বলেন, “আমার জীবনে কোনও কিছুই সহজে হয় না। যে কোনও কিছুতেই সমস্যা হয়। যেমন আমাদের ছা-পোষা পরিবারেও অনেক কঠিন সময় এসেছে। উদ্বেগপূর্ণ সময় কাটাতে হয়েছে আমাদের। কেউ মিথ্যা বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি বিশ্বাস করি, একদিন সত্য ঠিক সামনে আসবে। আমাকে যেখানে ডাকা হবে, সেখানেই যাব। কোনও সমস্যা নেই। সব কিছু শেষ পর্যন্ত দেখতে চাই আমি।”

নিজের বৈবাহিক জীবন নিয়ে এই মন্তব্য কি না, প্রশ্ন করা হলে শামি তা নিয়ে কোন প্রতিবাদ করেননি। এরপর তিনি বলেন, “একটা সময় চার থেকে ছ’দিন ভীষণ মানসিক অবসাদের মধ্যে কাটিয়েছি। তখন শুধু আমার পরিবার পাশে ছিল। মনে হয়েছিল, সব কিছু আবার প্রথম থেকে শুরু করা উচিত। দেখুন জীবনে ওঠা-পড়া থাকেই। সব কিছু সবাইকে বোঝানো যায় না। কিছু বিষয় গুছিয়ে নেওয়ার সময়ই আবার বিপরীত কিছু ঘটে যায়। আমি পালিয়ে যাওয়ার মতো কোনও কাজ করিনি। কাউকে তো খুন করিনি। কারও সঙ্গে খারাপ কিছুও করিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তাই আমি কেন চুপ করে থাকব?” এরপরই নিজের সঙ্গে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তলানিতে যাওয়া সম্পর্ক নিয়ে শামি বলেন,”সে সময় আমার একটা দুর্ঘটনা ঘটেছিল। কঠিন সময় ছিল সেটা। তা-ও আমি কোথাও পালিয়ে যাইনি। শুধু বাড়ির লোকজন পাশে ছিল। লোকে যা খুশি বলতে পারে। সে জন্য আমি কেন নিজের সব কিছু বন্ধ করে দেব! আসলে এখন কেউ একটু সাফল্য পেলে, অনেকে তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। এই রকম লোকের সংখ্যাই বেশি। পাশে থাকে কম মানুষ। অধিকাংশ লোকের গায়ে জ্বালা ধরে অন্যের সাফল্য দেখলে। তবে যারই গা-ই জ্বলুক আমার উপর কোনও প্রভাব ফেলে না। কেউ কিছু বললেও আমার যায়-আসে না।”

আরও পড়ুন:আইপিএল-এ ফিরতে পারেন দ্রাবিড়, জোড় জল্পনা এই তিন দলকে নিয়ে : রিপোর্ট

 

spot_img

Related articles

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে...

২৪ ঘণ্টায় ভাগ্য বদল হাভার্ডের! ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের 

দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে...

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...