Sunday, May 4, 2025

কেন স্যাম অল্টম্যানকে বরখাস্ত করেছিল OpenAI বোর্ড? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

কৃত্তিম বুদ্ধিমত্তা ততদূরই ভাল যতদূর অবধি তা মানুষের জন্য কল্যাণকর। সেটা মাত্রা ছাড়িয়ে গেলে তা মানব সভ্যতার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেইসমস্ত দিক বিচার করেই মানব সভ্যতাকে রক্ষার স্বার্থে ওপেনএআই সংস্থার সিইও স্যাম অল্টম্যানকে ছাঁটাই করেছিল সংস্থার পরিচালন পর্ষদ? সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এমনই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাম অল্টম্যানকে ছাঁটাইয়ের আগে একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কারের বিষয়ে সতর্ক করে বোর্ড সদস্যদের একটি চিঠি দিয়েছিলেন সংস্থার বেশ কয়েকজন গবেষক। তারা বলেছিলেন, এই নতুন ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা পুরো মানব সভ্যতাকেই হুমকির মুখে ঠেলে দিতে পারে। এরপরই সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় অল্টম্যানকে। যদিও পরে কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে ৪ দিন পর ফের তাঁকে সিইও-র পদে বসায় ওপেনএআই।

ওপেনএআই-এর দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, আগেই বোর্ডের কাছে অল্টম্যানের বিরুদ্ধে অভিযোগের একটি দীর্ঘ তালিকা জমা পড়েছিল। তবে, এই চিঠিটিই সম্ভবত অল্টম্যানকে বরখাস্ত করার বিষয়ে প্ররোচিত করেছিল বোর্ড সদস্যদের। নয়া কৃত্রিম বুদ্ধিমত্তাটি ব্যবহারের কী পরিণতি হতে পারে, তা বোঝার আগেই এর বাণিজ্যিকীকরণ করতে চেয়েছিলেন অল্টম্যান। এই বিষয়ে উদ্বেগ থেকেই বোর্ড তাঁকে বরখাস্ত করেছিল। সূত্রের খবর, কিউ স্টার নামে একটি নয়া প্রকল্প নিয়ে কাজ করছে ওপেনএআই। এটি একটি ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’। এই স্বায়ত্তশাসিত ব্যবস্থা, অর্থনৈতিকভাবে মূল্যবান বেশিরভাগ কাজগুলিতে মানুষকে পিছনে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। জানা যাচ্ছে, চ্যাটজিপিটির মতো সাধারণ এআই মডেলগুলি কোনও নিবন্ধ লেখা, ভাষান্তর করা, সাধারণ জ্ঞানের কোনও প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজগুলি ভালভাবে করতে পারলেও, অঙ্ক কষার ক্ষেত্রে তাদের উপর ভরসা করা যায় না। সাধারণ এআই মডেলগুলির আসলে যে কোনও সমস্যার একাধিক জবাব থাকে। অঙ্কের ক্ষেত্রে তা হওয়া সম্ভব নয়। কোনও গাণিতিক সমস্যার একটিই মাত্র উত্তর হয়। তাই গবেষকরা অঙ্ক কষাকেই জেনারেটিভ এআই বিকাশের শেষ সীমা বলে মনে করেন। কিন্তু এই সীমা পার করে ফেলেছে কিউ স্টার।

সাধারণ ক্যালকুলেটরও হিসেব করতে পারে। তবে, তার কার্যক্ষমতা অত্যন্ত সীমিত। অন্যদিকে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স শুধু অঙ্ক করা নয়, নিজে নিজেই সেই অঙ্ক করা শিখে নিতে এবং বুঝতে পারে। অঙ্ক করার ক্ষমতা তৈরি হওয়া মানে, মানুষের মতো এআই-এর আরও বেশি যুক্তি সাজানোর ক্ষমতা তৈরি হবে। ফলে, তাকে নতুন নতুন বৈজ্ঞানিক গবেষণায় প্রয়োগ করা যাবে। কিউ স্টারের ভবিষ্যতের সাফল্য নিয়ে দ্বিমতের জায়গা একেবারেই কম। তবে এই কিউ স্টার নিয়েই গবেষকদের মনে জমেছে আশঙ্কার মেঘ। বোর্ডকে পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলি যাচাই না করেই কিউ স্টারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে ওপেনএআই-এর যে ‘কোড জেন’ এবং ‘ম্যাথ জেন’ দল ছিল, সেই দলগুলিকে একত্রিত করে কিউ স্টারের বিকাশের জন্য নতুন দল তৈরি করা হয়েছে। এই বিজ্ঞানীরা সারাদিন চেষ্টা করছেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার যুক্তিবোধের উন্নতি ঘটানো যায় এবং কীভাবে তাকে বৈজ্ঞানিক গবেষণার কাজে লাগানো যায়।

গত সপ্তাহে সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। সেখানে বক্তৃতা দেন স্যাম অল্টম্যান। তাঁর বক্তব্যেও কিন্তু কিউ স্টার প্রকল্পের সাফল্যের ইঙ্গিত ছিল। তিনি জানিয়েছিলেন, ওপেনএআই-এর ইতিহাসে মোট চারবার বড় অগ্রগতি ঘটেছে। তার মধ্যে সাম্প্রতিকতম সাফল্যটি এসেছে গত কয়েক সপ্তাহের মধ্যে বলে জানিয়েছিলেন তিনি। এর পরদিনই বরখাস্ত করা হয়েচিল অল্টম্যানকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কম্পিউটার বিজ্ঞানীরা যন্ত্রের অত্যন্ত বুদ্ধিমান হওয়ার বিপদ নিয়ে আলোচনা করেন। তাঁদের মতে, যন্ত্র বেশি বুদ্ধিমান হয়ে গেলে, যদি তারা মনে করে মানবসভ্যতার ধ্বংস তাঁদের স্বার্থ চরিতার্থ করবে, তাহলে মানব সভ্যতাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিতে পারে। অল্টম্যান কী সেই দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন কিউ স্টারকে?

spot_img
spot_img

Related articles

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...