ইডেনের ৫ ম্যাচে ২৫টি হাতির ওজনের চিপসের প্যাকেট-প্লাস্টিকের বোতল! বর্জ্য বদলে গেল জার্সি-বেঞ্চে

0
1

মাঠে খেলছেন ক্রিকেটাররা। আর মুখ চলছে দর্শকদের। শুধু খেলোয়াড়দের বা দলকে উদ্বুদ্ধ করতেই নয়, পুটেপুজো করতেও। দেদার চিপস আর ঠাণ্ডা পানীয় গলার্ধকরণ করছেন তাঁরা। কিন্তু সেই সব প্যাকেট-বোতল! সেসব তো রয়েছে গ্যালারিতেই। তার পরিমাণ কত? ICC World Cup 2023 কলকাতার গর্ব ইডেন উদ্যাানে (Eden Gardens) হয়েছে ৫টি ম্যাচ। আর তাতে ফেলে দেওয়া চিপসের প্যা।কেট, জলের বোতলের ওজন দেখে চোখ কপালে উঠেছে ইডেন পরিষ্কারের দায়িত্বে থাকা সংস্থার। ৯০ হাজার ৯শো ৬ কেজি। প্রায় ২৫টি পূর্ণবয়স্ক হাতির সমান। তাও এর মধ্যে ফেলে যাওয়া খাবার ধরা হয়নি। শুধু মাত্র কঠিন বর্জ্যতেই এই পরিমাণ।

‘ইউনাইটেড ওয়ে মুম্বই’ নামের যে সংস্থার দায়িত্ব ছিল মাঠ (Eden Gardens) পরিষ্কার করা তাদের তরফেই এই তথ্য মিলিছে। তবে, সেই বর্জ্য ফেলে না দিয়ে ৫০০ জার্সি ও ১০টি বসার বেঞ্চ তৈরি করা হয়েছে। সেগুলি তুলে দেওয়া হয়েছে কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) হাতে।

সংস্থার ২৩ স্বেচ্ছাসেবক ওই বিপুল পরিমাণ সংগ্রহ করে প্রথমে সেগুলি আলাদা করেছেন। জলের বোতল, প্লাস্টিকের প্লেট, চিপসের প্যাককেটগুলিকে আলাদা করা হয়েছে। রিসাইকেল করে তৈরি হয়েছে জ্যাাকেট ও চেয়ার। মেয়র জানান, ফেলে দেওয়া বোতলকে থেকে বানানো হয়েছে জ্যাকেট। সেগুলি দেওয়া হবে পুরসভার সাফাইকর্মীদের। ১০টি বেঞ্চ সৌন্দর্যায়নের কাজে শহরজুড়ে লাগানোর পরিকল্পনা করেছে পুরসভা।

প্লাস্টিকের বর্জ্য পুর্নব্যলবহার করে এই ধরনের উদ্যোগের প্রশংসা করছেন পরিবেশবিদরা। কারণ, প্লাস্টিকের প্যাকেট বা বোতল মাটিতে মেশে না। ফলে দূষণ ছড়ায়। ফলে, এইভাবে খেলার মাঠে কঠিন বর্জ্য দিয়ে পুর্নব্যোবহারযোগ্য জিনিস তৈরি প্রশংসার দাবি রাখে।