Tuesday, November 4, 2025

দ্রাবিড়কে কোচ হিসাবে ধরে রাখতে এবার আসরে বিসিসিআই : সূত্র

Date:

Share post:

রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করে রাখতে এবার আসরে নামল বিসিসিআই। সূত্রের খবর, দ্রাবিড়কে ছাড়তে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় দফায় দফায় আলোচনায় বসছেন তারা। আগামী টি-২০ বিশ্বকাপ পযর্ন্ত দ্রাবিড়কে কোচ হিসাবে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করেও ফাইনালে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। সেই বিশ্বকাপ পযর্ন্তই ছিল দ্রাবিড়ের চুক্তি। এরপর বিসিসিআই চুক্তি বাড়াতে চাইলেও, ভারতীয় দলের কোচ হিসাবে আর থাকতে চাইছেন না তিনি। সূত্রের খবর আইপিএল-এ কোচিং করাতে ইচ্ছা প্রকাশ করেছেন দ্রাবিড়। জানা যাচ্ছে লখনৌ সুপার জায়েন্টেসের সঙ্গে কথাবার্তাও এগিয়েছে অনেক। আর এরপরই আসরে কোমর বেধে নেমেছে বিসিসিআইয়। দ্রাবিড়ের মত বদল করানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “বোর্ডের কয়েক জন কর্তা দ্রাবিড়ের সঙ্গে কথা বলছেন। তাঁরাই পরিস্থিতি সম্পর্কে সব থেকে ভাল জানেন। আমরা দ্রাবিড়ের সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু টি-২০ বিশ্বকাপের আগে হাতে সাত-আট মাস সময় রয়েছে। এত কম সময়ে নতুন কোচের পক্ষে দল তৈরি করা কঠিন। দ্রাবিড় দলের সঙ্গে দু’বছর ধরে রয়েছে। তাঁর সব কিছুই জানা। তাই তাঁকেই কোচ হিসাবে চাইছি আমরা। আমরা রোহিত শর্মাকেও অধিনায়ক রাখতে চাই। অন্তত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কোচ-অধিনায়কের এই জুটিই থাকুক দায়িত্বে। আশা করছি খুব তাড়াতাড়িই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।”

আরও পড়ুন:আজ অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে নামছে ভারত, জয়ই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...