Thursday, August 21, 2025

১৮৯০ সুনীতিকুমার চট্টোপাধ্যায় এদিন হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ ও জাতীয় অধ্যাপক। পৈতৃক ভিটা ৬৪ সুকিয়া স্ট্রিট। বাবা হরিদাস চট্টোপাধ্যায়, মা কাত্যায়নী দেবী। বাড়িতে অনেক মানুষ। ঠাকুরদা-বাবা ‘কেরানিগিরি’ করেন। তাই নিত্য টানাটানির সংসার। ছোটবেলায় পোলিয়ো হল সুনীতিবাবুর। চোখ দুটোয় পাওয়ার মাইনাস ১২, ৯। এ-রকম পরিবার থেকেই ক্যালকাটা অ্যাকাডেমি, মতিলাল শীলের অবৈতনিক স্কুল, স্কটিশ চার্চ ও প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়— ধাপে ধাপে প্রাতিষ্ঠানিক বিদ্যাচর্চার সব স্তরে সাফল্য অর্জন তাঁর। প্রেসিডেন্সিতে ইংরেজি পড়ার সময়েই তিনি চার কিংবদন্তি মাস্টারমশাই— প্রফুল্লচন্দ্র ঘোষ, মনোমোহন ঘোষ, বিনয়েন্দ্রনাথ সেন ও এইচ এম পার্সিভালের সংস্পর্শে এলেন। শুরু হল গ্রিক, ল্যাটিন-সহ নানা পাশ্চাত্য ও প্রাচ্য ভাষার চর্চা। সুনীতি-মেধা আগ্রহ বোধ করল ভাষাতত্ত্ব, বিশেষত ইন্দো-ইউরোপীয় ভাষাগুলিতেও। কৃতিত্ব দেখালেন বেদপাঠেও। ‘দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ (সংক্ষেপে যা ওডিবিএল নামে পরিচিত) নামে মহাগ্রন্থ একলহমায় তাঁকে দিয়েছিল দেশ-বিদেশের খ্যাতি। রবীন্দ্রনাথ স্বয়ং ‘বাংলাভাষা-পরিচয়’ বইটির উৎসর্গপত্রে সুনীতিকুমারকে ‘ভাষাচার্য’ উপাধি দিয়েছিলেন। শিলং পাহাড়ের ঢালুতে দেওদার গাছের ছায়ায় রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’র অমিত রে ‘সাধারণের দস্তুর’ গল্পের বইয়ের বদলে ‘বাংলা ভাষার শব্দতত্ত্ব’র পাতা ওল্টান। সেই বইটিও তো সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের।

ভার্গিস কুরিয়েন(১৯২১-২০১২) এদিন জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম মোষের দুধ থেকে গুঁড়ো দুধ তৈরির গবেষণা শুরু করেন। তার ফল ভারতের প্রথম মিল্ক পাউডার প্ল্যান্ট। তাঁর অনুরোধে ১৯৫৫-র ৩১ অক্টোবর পণ্ডিত জওহরলাল নেহরু যা উদ্বোধন করেন। তাঁর হোয়াইট রেভোলিউশন জন্ম দিয়েছিল মাদার ডেয়ারির। তাঁর নেতৃত্বে গড়ে ওঠে গুজরাত কো-অপরেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড ও ন্যাশনাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ড। রোমে তাঁর বক্তৃতা শুনে ইউরোপের বহু দেশ এগিয়ে এসে অপারেশন ফ্লাড ক্যাম্পেনে দুধ দান করেন। সেই দুধ অভিজাত শহরে বেচে সেই টাকায় সারা দেশে মিল্ক কর্পোরেশন গড়ে তোলেন কুরিয়েন। অপারেশন ফ্লাড-এর সৌজন্য সারা দেশের ৭২ হাজার গ্রামে দুধ উত্পাদন শুরু হয়। বিশ্বের বাজারে ভারতের দুগ্ধজাত দ্রব্য প্রথম সারিতে চলে আসে। ১৯৬৫-তে পদ্মশ্রী ও ১৯৬৬-তে পদ্মভূষণ সম্মান পান কুরিয়েন। ভারতের দুধ বিপ্লব, ডেয়ারি ফার্মারদের উত্থান নিয়ে ‘আই টু হ্যাড আ ড্রিম’ নামে একটি বই লেখেন তিনি। ভারতের ডেয়ারি ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য তাঁর জন্মদিন ২৬ নভেম্বর জাতীয় দুগ্ধদিবস হিসেবে পালিত হয়।

এদিন সদ্য স্বাধীন ভারতের গণপরিষদের ২৮৪ জন সদস্য স্বাক্ষর করে ভারতীয় সংবিধান গ্রহণ করেন। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকর হয়। ২০১৫ থেকে এই বিশেষ দিনটিকে জাতীয় সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এর আগে দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পালিত হত।

২০০৮ সালে সন্ত্রাসের বিষাক্ত ছোবলে রক্তাক্ত হয়েছিল ভারত।চারদিন ধরে মুম্বই শহর জুড়ে দশ জঙ্গির সেই হামলা বদলে দিয়েছিল নিরাপত্তার সামগ্রিক ধারণাই। সন্ত্রাসের বলি হয়েছিলেন মোট ১৬৪ জন নিরপরাধ মানুষ। আহত হয়েছিলেন ৩০৮ জন। পাকিস্তান থেকে আরব সাগর পেরিয়ে মুম্বইয়ে হাজির হয়েছিল দশ জঙ্গি। কেউ কিছু বোঝার আগেই তারা ছড়িয়ে পড়েছিল মুম্বইয়ের লিওপোল্ড কাফে, নরিম্যান হাইটস, তাজ হোটেল, ছত্রপতি শিবাজি বাস টার্মিনাস, ট্রাইডেন্ট হোটেল, কামা হাসপাতাল-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। তার পরই শুরু হয়েছিল নির্বিচারে গুলিবর্ষণ।

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version