Friday, August 22, 2025

শর্তসাপেক্ষে মিলেছে অনুমতি! বুধে ধর্মতলার সমাবেশে থাকছেন শাহ, জেনে নিন সফরসূচি

Date:

দীর্ঘ টালবাহানার পর শেষমেশ ধর্মতলার (Dharmatala) ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে ২৯ নভেম্বর শর্তসাপেক্ষে জনসভার অনুমতি পেয়েছে বিজেপি (BJP)। সম্প্রতি কলকাতা হাই কোর্ট সেই নির্দেশ দিয়েছে। আর সেই সভায় যোগ দিতে কলকাতায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। ইতিমধ্যে শাহের সময়সূচিও বঙ্গ বিজেপির তরফে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, ২৯ নভেম্বর বুধবার ধর্মতলার সভায় যোগ দিতে কলকাতায় (Kolkata) আসবেন শাহ। সভার কাজ সেরে ওই দিন সন্ধ্যাতেই ফিরে যাবেন দিল্লি। আর বিজেপির এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সপ্তাহের এমন একটা দিনে বিজেপির সভার ঘুঁটি সাজানো হচ্ছে তার জেরে ব্যহত হতে পারে জনজীবন।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ২৯ নভেম্বর সকালে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতায় আসবেন শাহ। ১১টা ৫ মিনিটে দিল্লি থেকে উড়বে তাঁর বিশেষ বিমান। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তা পৌঁছবে বেলা সওয়া ১টা নাগাদ। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন তিনি। সেখান থেকে তিনি গাড়ি করে আসবেন ধর্মতলায় বিজেপির সভা মঞ্চে। পৌনে ২টো নাগাদ সভামঞ্চে পৌঁছনোর কথা তাঁর। ধর্মতলার সভায় ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা শাহের।

সভায় বক্তৃতা সেরে তার পর ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। যে ভাবে কলকাতা বিমান বন্দর থেকে আসবেন। সেই ভাবেই কলকাতা বিমানবন্দরে তিনি পৌছবেন বিকেল ৩টে ৪০ মিনিটে। এরপর ৩টে ৪৫ মিনিটে তাঁর বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লিতে পৌঁছবেন তিনি।

 

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version