Friday, December 26, 2025

আমেরিকার গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতকে হেনস্থা খালিস্তানিদের

Date:

Share post:

আমেরিকার এক গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়ে খালিস্তানিদের আক্রমণের মুখে পড়লেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হল গুরুদ্বারের মধ্যে। জানা গিয়েছে, গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে আমেরিকার লং আইল্যান্ডে এক গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। সেখানেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে খালিস্তানিরা। অভিযোগ করা হয় কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যা ও আমেরিকায় গুরুপতবন্ত সিং পন্নুকে হত্যার ষড়যন্ত্রে সামিল তিনি।

গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূত ও খালিস্তানি আন্দোলনকারীদের মধ্যে উত্তপ্ত কথাবার্তার এক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে রাষ্ট্রদূতকে বলতে শোনা যাচ্ছে আমি এখানে প্রার্থনা করতে এসেছি। অন্যদিকে এক আন্দোলনকারীকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনি হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় আপনি দায়ি। আপনি পন্নুকে হত্যার ষড়যন্ত্র করেছেন।’ রাষ্ট্রদূতের উপর রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে আন্দোলনকারীরা। তাঁকে ধাক্কাধাক্কিও করা হয়। জানা যাচ্ছে, আমেরিকা নিবাসী হিম্মত সিং নামে এক খালিস্তানি উগ্রপন্থী এই হামলার নেতৃত্বে ছিল।

গুরুদ্বারের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। যদিও সেখানে হাতাহাতির ঘটনার কথা এড়িয়ে গিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে রাষ্ট্রদূত লেখেন, গুরুপুরব উদযাপনে লং আইল্যান্ডে গুরু নানক দরবারে সকলের সঙ্গে যোগদানের সৌভাগ্য হয়েছিল। সেখানে কীর্তন শুনেছি, গুরু নানকের একতা, ঐক্য ও সাম্যের চিরন্তন বার্তা নিয়ে আলোচনা হয়েছে, লঙ্গর খেয়েছি এবং সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছি।”

উল্লেখ্য, খালিস্তানি জঙ্গি হরদীপ নিজ্জারকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি পার্কিং লটে গুলি করে হত্যা করে কিছু মুখোশধারী লোক। ঘটনার কয়েক মাস পরে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন। গোটা ঘটনায় ভারত ও কানাডার মধ্যে শুরু হয় কূটনৈতিক চাপানউতোর। যদিও ভারত এই অভিযোগকে পুরোপুরি খারিজ করে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কানাডার সরকার গোটা ঘটনার তদন্ত করুক। এবং ভারতের বিরুদ্ধে সে অভিযোগ তোলা হচ্ছে তার প্রমাণ দিক কানাডা সরকার।

spot_img

Related articles

মানবে না হার, তৃণমূল আবার: ছাব্বিশের স্লোগান বেঁধে দিলেন অভিষেক

“মানবে না হার, তৃণমূল আবার। বাঁচতে চাই, বিজেপি বাই।“ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিলেন তৃণমূলের...

ফেডারেশনের প্রস্তাবে আপত্তি নেই ক্লাব জোটের, আইসএল নিয়ে কাটছে জট

আইএসএল(ISL) নিয়ে জট কাটছে।  বছর শেষে  অনিশ্চয়তার মেঘ কিছুটা হলেও কাটছে। শুক্রবার ক্লাব জোটের সঙ্গে ফেডারেশনের মেগা মিটিং...

নেতাজির দেহাবশেষ দেশে আনা হোক: ১২৯তম জন্মদিবসের আগে রাষ্ট্রপতিকে চিঠি পরিবারের

জন্মদিবসের প্রাক্কালে নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবি জানালেন তাঁর পরিবারের সদস্যরা। যে দেশনায়ককে নিয়ে প্রচার করে বাংলার...

১৬ বছরেই তবলা শিল্পে খ্যাতি বিশ্বজনীন, সর্বোচ্চ সম্মান পেলেন বাংলার সুমন

মাত্র ১৬ বছর বয়সেই সুর তালের ছন্দে তাক লাগিয়ে দিয়েছেন, তারই সৌজন্য রাষ্ট্রীয় পুরস্কার পেলেন কিশোর তবলা বাদক...