Saturday, May 3, 2025

আজ ঘরের মাঠে এএফসি কাপের মাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। সামনে ওড়িশা এফসি। এএফসি কাপে পরের রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ যুবভারতীতে ওড়িশা এফসি-কে হারাতেই হবে জুয়ান ফেরান্দোর দলকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট আঘাতই চিন্তায় রেখেছে জুয়ান ফেরান্দোর দলকে। চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোসকে এই ম্যাচেও পাবে না মোহনবাগান।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আগের বসুন্ধরা ম্যাচেও খেলতে পারেননি দিমিত্রি। অনুশীলনে নতুন করে চোট পাওয়ায় ওড়িশার বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না তিনি। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে দু’সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন মনবীর সিংও। আনোয়ার আলি, আশিক কুরুনিয়ন আগে থেকেই চোটের কবলে। তবু ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জানিয়ে দিলেন, চোট আঘাত নিয়ে তাঁরা উদ্বিগ্ন নন।

জুয়ান বলেছেন, ‘‘চোট সমস্যা থাকবেই। দলে আরও অনেকে আছে। তাদের কাছে সুযোগ দলকে সাহায্য করার। সবার কাঁধেই দায়িত্ব থাকবে নিজেদের কাজটা করার। আশা করি, ম্যাচ জেতাতে তাদের ভূমিকা থাকবে।” প্রথম পর্বে ওড়িশাকে চার গোলে হারিয়েছিল জুয়ানের দল। এবার ঘরের মাঠে কি আরও সহজ হবে ম্যাচ? জুয়ান বলেন, “আগের ম্যাচ অতীত। আমি বর্তমান নিয়ে ভাবি। ওরা দলে অনেক বদল করেছে। খেলার সিস্টেম বদলেছে। কঠিন ম্যাচ হবে। শেষ পাঁচ ম্যাচে ওরা ভাল ফুটবল খেলেছে। তবে আমাদের কাছে তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতার জন্য যা দরকার, সেটা আমাদের করতে হবে।” দিমিত্রি না থাকায় গোলের জন্য যাঁর দিকে তাকিয়ে থাকবে মোহনবাগান, সেই অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিন্স বলেছেন, “আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে যারা চাপ সামলাতে পারে। আমি আশাবাদী, ম্যাচ জিতেই মাঠ ছাড়ব।

‘ডি’ গ্রুপে মোহনবাগান ও বসুন্ধরা কিংস— দুই দলেরই ৪ ম্যাচে পয়েন্ট ৭। সমসংখ্যক ম্যাচে ওড়িশার ৬ পয়েন্ট। ৩ পয়েন্টে থাকা মাজিয়া স্পোর্টস আগেই ছিটকে গিয়েছে। বাকি তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে পরের পর্বে যাওয়ার। প্রত্যেকের দু’টি করে ম্যাচ বাকি। গ্রুপ সেরা দল সরাসরি উঠবে। বাকি গ্রুপ মিলিয়ে দ্বিতীয় সেরা দলের কাছেও পরের পর্বে যাওয়ার সুযোগ থাকছে। বসুন্ধরা আজ নিজেদের মাঠে খেলবে মাজিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন:হার্দিক সরতেই গুজরাতে নতুন অধিনায়ক হলেন শুভমন, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় এই তরুণ ক্রিকেটার

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version