Monday, August 25, 2025

অনেক বয়সে বিয়ে করে যেমন লাগে! পিয়ার সঙ্গে আইনি বিয়ে সেরে স্মার্ট-লাজুক জবাব পরমের

Date:

সারাদিন চলল লুকোচুরি। সন্ধেয় লাজুক মুখে সংবাদ মাধ্যেমর সামনে ধরা দিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পরনে সাদা-ধুতি পাঞ্জাবি আর নীল জহরকোট। কেমন লাগছে? স্মার্ট-লাজুক জবাব- “অনেক বয়সে বিয়ে করে যেমন লাগে!” যোধপুর পার্কের বাড়িতে বিয়ে সেরে তার একটু আগেই বেরিয়েছেন পিয়া। পরম একটু পরে পোষ্যকে নিয়ে গাড়িতে ওঠেন। কোথায় চললেন? পরমব্রত জানালেন, এক বন্ধুর বাড়িতে তাঁদের নিমন্ত্রণ।

স্যোশাল মিডিয়া বোমা ফেটেছিল রবিবার রাতে- সোমবারই বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। তবে, বিষয়টি নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন পাত্র-পাত্রী, এমনকী তাঁদের ঘনিষ্ট মহলও ছিল স্পিকটি নট। খবর চাপা থাকেনি সংবাদ মাধ্যমের কাছে। সোমবার যোধপার্কে পরমব্রতর বাড়িতেই চারহাত এক হল। আইনি বিয়ে হল পরমব্রত-পিয়ার। পরমব্রত জানালেন, বিষয়টি ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন। উপস্থিত ছিলেন একেবারেই ঘনিষ্ট আত্মীয় ও বন্ধুরা।

এরপরে নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেন পরমব্রত। দেখা যায় লাল-সাদা শাড়িতে সেজেছিলেন পিয়া। পরমের পরনে ছিল পাঞ্জাবী ও চুড়িদার। সই করেই বিয়ে সারেন তাঁরা। তবে, পাতে ছিল বাঙালি মেনু। ভাত, বিভিন্ন ধরনের মাছ, পাঁঠার মাংস। আর রকমারি মিষ্টি। দুপুরে বিয়ে সেরে রাতে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে যান নবদম্পতির।

তবে কি রিসেপশন হবে না! হবে। পরমব্রত (Parambrata Chatterjee) জানান, প্রীতিভোজের আয়োজন করা হবে।

 

অনেকদিন ধরেই কানাঘুষো ছিল পরম ও পিয়ার সম্পর্কের। সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন অভিনেতা তথা চিত্র পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। অনুপমের সঙ্গে বিয়ে ভাঙার কারণও না কি সেটাই।  তবে, এই বিষয়ে কোনও দিনই পরমব্রত বা অনুপম বা পিয়া কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। অন্যদিকে পিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের আগে বিদেশিনী ইকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিলেন পরম। তবে, লকডাউনের সময়ই সেই সম্পর্কে ছেদ পড়ে। কিন্তু স্টুডিয়ো পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার এবার সিঙ্গল তকমা ঘোচাতে চলেছেন। আজই বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। পরম-পিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version