অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাথায় খিচুড়ি ঢেলে দিলেন গ্রামবাসীরা!

0
1

রায়গঞ্জে ধুন্ধুমার। তবে রাজনৈতিক মিটিং মিছিল নয় বরং বাসি খিচুড়ি খাওয়ানোর অভিযোগে রায়গঞ্জের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (An anganwadi center in Raiganj) কর্মীদের উপর চড়াও হলেন গ্রামবাসীরা। এই কেন্দ্রের মহিলা কর্মীদের টেনে হিঁচড়ে তাঁদের মাথায়, গায়ে খিচুড়ি ঢেলে মাখানো হল বলে অভিযোগ। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে।

গ্রামবাসীদের অভিযোগ শনিবার থেকে খিচুড়ি জমিয়ে রেখে সোমবার তা বিতরণ করা শুরু হয়। শুধু তাই নয়, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়শই শিশুদের বাসি খিচুড়ি দেওয়া হয় বলে অভিযোগ। আজ সেই একই কাজ করতে গেলে গ্রামবাসীরা ধরে ফেলেন বলে অভিযোগ। এরপরই কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা বাধে। পরিস্থিতি সামাল দিতে ওই বাসিপচা খিচুড়ি ফেলে দিতে গেলে বালতি কেড়ে নিয়ে হাতা দিয়ে কর্মীদের মাথায় ঢেলে দেন বিক্ষোভকারীরা। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মী অবশ্য রাঁধুনির উপর দায় চাপিয়েছেন। সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন বলে খবর।