Monday, August 25, 2025

স্পিকারকে অসম্মান, বিধানসভায় শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড শুভেন্দু

Date:

বিধানসভায় শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মানজনক আচরণের জন্য সাসপেন্ড করা হল শুভেন্দুকে। তবে জানা যাচ্ছে, এই সিদ্ধান্তের পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিতে পারে বিজেপি। এপ্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, আজই সচিবের কাছে এই প্রস্তাব জমা দেওয়া হবে। উল্লেখ্য, গত বছর মার্চ মাসেও বিধানসভা অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছিলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার সংবিধান দিবস নিয়ে পেশ হওয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়কদের প্রসঙ্গে মন্তব্য করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি মন্তব্য করেন, বিজেপির টিকিটে জয়ী অথচ, তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদের স্পিকার বিজেপি বিধায়ক বলেন। তাঁর এই মন্তব্যের অংশ রেকর্ড থেকে বাদ দিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ‘সতর্ক’ করেন স্পিকার। একইসঙ্গে জানান, বিধানসভার রেকর্ড বিধায়ক যে দলের হিসেবে উল্লেখ রয়েছে তিনি সেটাই বলেন। এহেন পরিস্থিতিতে হঠাৎ নিজের চেয়ার ছেড়ে উঠে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে থাকা একতাড়া কাগজ স্পিকারের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন তিনি। তেড়ে যান স্পিকারের দিকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে সতর্ক করে বলেন, “আপনি স্পিকারের সঙ্গে এই ধরণের আচরণ করতে পারেন না।” পাল্টা শুভেন্দু বলেন, “আবার করব। বেশ করব”। এর পরই অধিবেশন থেকে ওয়াক আউট করেন শুভেন্দুসহ অন্যান্য বিজেপি বিধায়করা।

এই ঘটনায় স্পিকারের বিরুদ্ধে অসংসদীয় ও অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসকদলের অন্যান্য বিধায়ক তাতে সমর্থন জানান। শুভেন্দুকে সাসপেন্ডের প্রস্তাব আসার সময় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মত জানতে চান স্পিকার। তিনি বলেন, “সাংবিধানিক পদকে কিছু না বলাই উচিত। আমার কাস্টডিয়ানকে কেউ যেন অবমাননা না করেন।” এরপরই তৃণমূলের প্রস্তাবে সম্মত হন স্পিকার। গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারিকে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version