Tuesday, November 4, 2025

“কুন্তলের জন্যই ফেঁ.সে গেলাম”: আদালতে যাওয়ার পথে আ.ক্ষেপের সুর তাপসের গলায়

Date:

ফের বিস্ফোরক নিয়োগ কাণ্ডে ধৃত তাপস মণ্ডল (Tapas Mondal)। মঙ্গলবার আলিপুরে সিবিআই আদালতে যাওয়ার পথে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) এবং কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) নিশানা করে আক্ষেপের সুরে তাপস জানান, কুন্তলের জন্যই ফেঁসে গেলাম! তাঁর অভিযোগ, সুজয়কৃষ্ণের নাম করেই টাকা তুলেছিল কুন্তল। পাশাপাশি কুন্তলকে যে টাকা তিনি দিয়েছেন, তার সমস্ত হিসাব ইতিমধ্যেই যে তিনি সিবিআই (CBI) আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেকথা সাফ জানিয়ে দেন তাপস।

মঙ্গলবার আদালতে যাওয়ার পথে তাপস আরও দাবি করেন, কুন্তল তো সুজয়কৃষ্ণ ভদ্রের নাম করেই আমার কাছ থেকে টাকা তুলত। এখন কেন অন্য কথা বলছে আমি সত্যিই বুঝতে পারছি না। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নিয়োগ মামলায় তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাপস।

এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল তাপসের। আগে বেশ কয়েকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই তাপসের কাছ থেকেই কুন্তল ঘোষ থেকে গোপাল দলপতি সকলেরই নাগাল পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেই সূত্র ধরেই কুন্তল ঘোষকে হেফাজতে নেয় সিবিআই। এরপরই তাপসের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনেন কুন্তল। পরে নিয়োগ মামলায় প্রত্যক্ষ যোগসাজশের কারণে এবং তথ্য গোপনের অভিযোগে মানিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে গ্রেফতার করে সিবিআই।

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version