Thursday, November 6, 2025

“কুন্তলের জন্যই ফেঁ.সে গেলাম”: আদালতে যাওয়ার পথে আ.ক্ষেপের সুর তাপসের গলায়

Date:

ফের বিস্ফোরক নিয়োগ কাণ্ডে ধৃত তাপস মণ্ডল (Tapas Mondal)। মঙ্গলবার আলিপুরে সিবিআই আদালতে যাওয়ার পথে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) এবং কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) নিশানা করে আক্ষেপের সুরে তাপস জানান, কুন্তলের জন্যই ফেঁসে গেলাম! তাঁর অভিযোগ, সুজয়কৃষ্ণের নাম করেই টাকা তুলেছিল কুন্তল। পাশাপাশি কুন্তলকে যে টাকা তিনি দিয়েছেন, তার সমস্ত হিসাব ইতিমধ্যেই যে তিনি সিবিআই (CBI) আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেকথা সাফ জানিয়ে দেন তাপস।

মঙ্গলবার আদালতে যাওয়ার পথে তাপস আরও দাবি করেন, কুন্তল তো সুজয়কৃষ্ণ ভদ্রের নাম করেই আমার কাছ থেকে টাকা তুলত। এখন কেন অন্য কথা বলছে আমি সত্যিই বুঝতে পারছি না। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নিয়োগ মামলায় তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাপস।

এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল তাপসের। আগে বেশ কয়েকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই তাপসের কাছ থেকেই কুন্তল ঘোষ থেকে গোপাল দলপতি সকলেরই নাগাল পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেই সূত্র ধরেই কুন্তল ঘোষকে হেফাজতে নেয় সিবিআই। এরপরই তাপসের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনেন কুন্তল। পরে নিয়োগ মামলায় প্রত্যক্ষ যোগসাজশের কারণে এবং তথ্য গোপনের অভিযোগে মানিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে গ্রেফতার করে সিবিআই।

 

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version