Thursday, August 21, 2025

চাঁদের মাটিতে পা রেখেছে ভারত কিন্তু উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেলে (Uttarkashi under construction Tunnel rescue work) আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এক বা দুদিন নয় টানা ১৭ দিন ধরে টানেলে আটকে থাকার পর আজ বিকেলে জানানো হয় যে উদ্ধারকারীরা শ্রমিকদের কাছে পৌঁছতে পেরেছেন। যদিও বিকেল ৪ টে পর্যন্ত কাউকে টানেলের বাইরে নিয়ে আসা সম্ভব হয়নি বলেই খবর। এই পরিস্থিতিতে বিজেপিকে (BJP)দায়ী করে তোপ দেগেছে তৃণমূল (TMC)। ঘাসফুল শিবির বলছে, বিজেপির ভুল সিদ্ধান্তের কারণেই আজ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। এক্স হ্যান্ডেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়,’উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের জন্য দায়ী বিজেপিই। অবৈজ্ঞানিক পদ্ধতিতে সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা হয়েছে, দূরদর্শিতার অভাবও ছিল এই প্রকল্পে। হিমালয় পর্বতমালায় আদৌ এই ধরণের কাজ চালানো সম্ভব কিনা, সেই বিষয়টিও একেবারেই ভেবে দেখা হয়নি। নিজেদের লাভ বাড়ানোর জন্য শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থাও ছিল না।’

উত্তরকাশীর (Uttar Kashi) সিল্কিয়ারা টানেলে একের পর এক পদ্ধতি অবলম্বন করেও শ্রমিক উদ্ধারে গতি আনতে ব্যর্থ প্রশাসন। প্রতিদিনই বাড়তে থাকে আশা, আজ বুঝি উদ্ধারকাজ সম্পন্ন হবে। কিন্তু এই করতে করতে ১৬ দিন পেরিয়ে গেল। আজ ১৭ তম দিন। দিনের আলো থাকতে থাকতে কি বাইরে আসতে পারবেন শ্রমিকরা? কেন রেসকিউ অপারেশনে এত বিলম্ব? মানুষের জীবন নিয়ে কার্যত ছেলেখেলা চলছে। কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে এমন টানেল করার সিদ্ধান্ত নেওয়া হল? তৃণমূলের প্রশ্ন, আর্থিক লাভের জন্য সাধারণ মানুষকে আর কতদিন এইভাবে বলি দেওয়া হবে? কখনও অগার মেশিন আবার কখনও ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে সুড়ঙ্গ কেটে এগোতে হচ্ছিল উদ্ধারকারীদের। আর কিছু সময়ের অপেক্ষা , তারপরই বাইরে আসবেন তাঁরা। কিন্তু এই দুর্ঘটনার দায় কি অস্বীকার করতে পারে বিজেপি? তৃণমূলের প্রশ্নে নিরুত্তর গেরুয়া শিবির।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version