Thursday, May 22, 2025

বিজেপিকে নি.শানা করে ব্য.ঙ্গচিত্রে প্রধানমন্ত্রীকে ক.টাক্ষ তৃণমূলের

Date:

Share post:

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মেদির কোটি কোটি টাকার সাজ-পোশাক, ঘন ঘন বিদেশ যাত্রা নিয়েও প্রচুর বিতর্ক হয়েছে।বিরোধীদের অভিযোগ, নিজেকে জননেতা হিসেবে তুলে ধরতে তিনি সম্পূর্ণ ব্যর্থ। দেশবাসীকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা মোদির ‘জুমলা’ ধরে ফেলেছেন মানুষ।অভিযোগ, দেশের একের পর এক লাভজনক রাষ্ট্রায়ত্ব সংস্থা বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। দেশজুড়ে বাড়ছে বেকারত্ব, কিন্তু প্রধানমন্ত্রীর আত্মকেন্দ্রিক চটকদার, চমকদার প্রচারে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। ফুলেফেঁপে উঠছে শুধু বিজেপির কোষাগার।

যদি পশ্চিমবঙ্গের কথাই ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে কেন্দ্রের বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণ। ১০০ দিনের কাজ করেও কয়েক লক্ষ প্রান্তিক-গরিব মানুষ তাঁদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। আটকে দেওয়া হয়েছে আবাস যোজনার টাকাও। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলার গরিব মানুষকে ভাতে মারতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। অথচ, বাংলা থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে দিল্লি। আসলে একুশের বিধানসভা নির্বাচনের আগে মোদি এ রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি করলেও লুটেরার অভিনয়ে ভোলেনি বাংলার রাজনৈতিক সচেতন মানুষ। তাই বাংলার প্রাপ্য বকেয়া আটকে রেখেছে কেন্দ্র।

অন্যদিকে, তৃণমূল নিজেদের সাধ্যমতো বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তৃণমূল প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছে, “বাংলার ১০০দিনের কাজের প্রাপ্য বকেয়া এখনও আটকে রেখেছে কেন্দ্র”! সঙ্গে প্রধানমন্ত্রী পরামর্শ “ভারতের পয়লা নম্বর লুটেরা হওয়া বন্ধ করুন”!

এদিন তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর একটি ছবি দিয়ে কটাক্ষ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী একটি সাইকেলে বসে পোজ দিচ্ছেন। ঠিক যেন সিনেমার পোস্টার। সেখানে বিজেপিকে ব্যঙ্গ করে লেখা হয়েছে ভারতীয় জুমলা পার্টি। যাঁরা চিত্রনাট্যকে তুলে ধরছে। প্রোডাকশনের দায়িত্বে প্রধানমন্ত্রীর দফতর। “লুটেরা” চিত্রনাট্যের মুখ্য চরিত্রে প্রধানমন্ত্রী মোদি। এবং স্বয়ং প্রধানমন্ত্রী এই চিত্রনাট্যর পরিচালক।

spot_img

Related articles

সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জাপানের: অভিষেকদের সঙ্গে বৈঠকে আশ্বাস তাকাশির

যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের (India) লড়াইকে পূর্ণ সমর্থন জাপানের (Japan)। ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন...

আমার মায়ের বাড়ি এসেছি: ছবি মুক্তির আগে দক্ষিণেশ্বরে আবেগাপ্লুত কাজল

লক্ষ্মীবারের সকালে দক্ষিণেশ্বর মন্দির চত্বর জুড়ে একটু অচেনা ব্যস্ততা আর নিরাপত্তার কড়াকড়ি দেখে মন্দিরে পুজো দিতে আসা সকলেই...

মাত্রা ছাড়াচ্ছে ED, কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম আদালতের

দেশের শীর্ষ আদালতের (Supreme Court)কাছে কড়া ধমক খেল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় ইডির...

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে নিয়ে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip...