প্রকাশিত হল কলকাতা বইমেলার থিম কান্ট্রির নাম, একযুগ পর বিশেষ চমক!

শীতের আমেজে বইয়ের গন্ধে মাতোয়ারা হওয়ার হাতছানি। নতুন বছরের শুরুতেই ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (47th International Kolkata Bookfair)আনন্দ! বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবারেও আয়োজিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (International Kolkata Book Fair)। এদিন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে (Publishers and Booksellers Guild President Tridib kumar Chattopadhyay and General Secretary Sudhanshushekhar Dey)এই বই উৎসবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানেই এবারের থিম কান্ট্রির নাম ঘোষণা করা হয়। পাশাপাশি ক্যালেন্ডারের পাতায় এগিয়ে আসা বইমেলার বিশেষ চমক কী, তাও জানানো হয়। এই প্রথম প্রকাশনাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই নিয়ে গিল্ডের তরফে এদিন ধন্যবাদ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রীকে।

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে ২০২৪-এর কলকাতা বইমেলা শুরু হবে ১৮ জানুয়ারি। বিধাননগর বইমেলা প্রাঙ্গণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এবছরের থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম (UK)। অন্যান্যবারের মতো এবারও মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। মেলায় অংশ নেবে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা সহ পৃথিবীর বিভিন্ন দেশ।মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে গিল্ড সভাপতি জানান, দিনদিন বইয়ের চাহিদা বাড়ছে। তাই এবার মেলায় প্রায় ১০ শতাংশ স্টলের সংখ্যা বাড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি, সাহিত্যিক, গুণীজন। ২৬-২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। অংশ নেবেন বিশিষ্ট সাহিত্যিকরা। প্রায় ১২ বছর পর কলকাতা বইমেলায় থাকবে জার্মানির স্টল। সাধারণত কলকাতা বইমেলা জানুয়ারির সেশ সপ্তাহে আয়োজিত হয়। কিন্তু ক্যালেন্ডারে রদবদল কেন? প্রশ্নের উত্তরে গিল্ডের তরফে জানানো হয়েছে যে আগামী বছর জানুয়ারি মাসের শেষ থেকে শুরু হচ্ছে বোর্ডের পরীক্ষা। ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে, উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। তাই নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে বইমেলা। মঙ্গলবার কলকাতার পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ব্রিটিশ হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং, ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ডিরেক্টর ডঃ দেবাঞ্জন চক্রবর্তী প্রমুখ।

Previous articleমণিপুরে দাবিহীন মৃতদেহের শেষকৃত্য ও ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ সুপ্রিমকোর্টের
Next articleবিজেপিকে নি.শানা করে ব্য.ঙ্গচিত্রে প্রধানমন্ত্রীকে ক.টাক্ষ তৃণমূলের