Friday, November 7, 2025

কাজের দিনে ভো.গান্তি, বিজেপির সভা ঘিরে যানজ.টের আশ.ঙ্কা কলকাতায়!

Date:

আজ গেরুয়া শিবিরের সভার কারণে দিনভর ব্যাপক যানজটে নাকাল হতে চলেছেন শহরবাসী। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সকাল দশটা থেকে ভারতীয় জনতা পার্টির সভা (BJP party meeting) শুরু হবে।যাঁরা ট্রেনে আসবেন, তাঁরা হাওড়া বা শিয়ালদহ স্টেশনে নেমে খাওয়াদাওয়া করবেন। তার পর হেঁটে চলে আসবে সভাস্থলে। যে যে পথ দিয়ে মিছিল আসবে সেই সব পথের ট্রাফিক ব্যবস্থার সমস্যার কারণে বিকল্প রুটে ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

বিজেপি সূত্রে খবর তাদের দলের কর্মী এবং সমর্থকরা বিভিন্ন জেলা থেকে মিছিল করে না এসে একেবারে সরাসরি শহর কলকাতায় মিলিত হবেন। ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে বিজেপির যে কর্মীরা নামবেন, তাঁরা মৌলালি-এসএন ব্যানার্জি রোড হয়ে আসবেন সভামঞ্চে। সে কারণে ওই রাস্তায় যানজট তৈরীর আশঙ্কা থাকছে। হাওড়া স্টেশনে থেকে মিছিল টি বোর্ড, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে মঞ্চে এসে পৌঁছবেন। সে ক্ষেত্রে ওই সব রাস্তায় ধীর গতিতে এগোতে পারে গাড়ি। সপ্তাহের মাঝের দিনে অফিস টাইমে এই ভোগান্তি নিয়ে রীতিমতো বিরক্ত সাধারণ মানুষ। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বলা হয়েছে পরিস্থিতি অনুযায়ী বিকল্প রুটের ব্যবস্থা করা হবে। এজেসি বোস রোড, রেড রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে চলাচল করতে পারবে গাড়ি। রাস্তায় অতিরিক্ত ১০০০ পুলিশকর্মী নামানো হবে। মঞ্চ এবং আশপাশের এলাকাকে ছ’টা জোনে ভাগ করা হয়েছে। প্রতি জোনের দায়িত্বে রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version