Saturday, May 3, 2025

প্রায় ৪০০ ঘণ্টার অপেক্ষার অবসান। ১৭ দিন ধরে বেঁচে থাকার কঠিন লড়াই চলল উত্তরকাশীর অন্ধকার সুড়ঙ্গে(Uttarkashi tunnel)। অবশেষে মঙ্গলেই সব আশঙ্কা অমঙ্গলের অবসানের পর, সুস্থভাবে টানেল থেকে বেরিয়ে এলেন ৪১ জন শ্রমিক। প্রাথমিক চিকিৎসার পর্যবেক্ষণের জন্য আপাতত হাসপাতালে (Admitted to Hospital)ভর্তি করা হয়েছে তাঁদের।

সুড়ঙ্গ যুদ্ধ শেষে প্রযুক্তি নয়, প্রকৃতির কাছে জয়ী হয়েছে মানুষ। গতকাল সন্ধ্যায় জীবনীশক্তির জয় গান গাইল গোটা দেশ। অনেক অনিশ্চয়তা, আতঙ্ক, আশঙ্কা শেষে সেই সুড়ঙ্গে আটকে পড়া ৪১ কর্মী বেরিয়ে এলেন। একদিকে চোখে জল অন্যদিকে মুখে হাসি এ যেন মুক্তির উল্লাস। ফোনে শ্রমিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বাংলার তিন শ্রমিককে উদ্ধার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)উদ্যোগে গতকালই দিল্লি থেকে ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্যের প্রতিনিধি দল। উদ্ধার হওয়া প্রত্যেক শ্রমিক সুস্থ আছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন সাড়ে আট মিটার উঁচু এবং প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে কাজ করার সময় হঠাৎ হুড়মুড়িয়ে ধস নামের থেকে মুক্তির মুহূর্ত পর্যন্ত একাধিক মানসিক ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে শ্রমিকদের। সেক্ষেত্রে দেহের বাইরে আঘাত না থাকলেও ইন্টারনাল কোনও সমস্যা হয়েছে কিনা তা বোঝার জন্য কিছুটা সময় শ্রমিকদের পর্যবেক্ষণে রাখতে হবে। তবে প্রত্যেকের পরিবারের লোকের সঙ্গে কথা বলানো সম্ভব হয়েছে। এই উদ্ধার কাজকে দেশের অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version