Friday, November 14, 2025

বাপ্পাদিত্যর দাবি সিবিআই সন্তুষ্ট, তবে মোবাইল নিয়ে গেল এজেন্সি

Date:

ধর্মতলায় শাহি সভার পরদিনই কলকাতা, বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বাড়িতে সকাল থেকে সিবিআই হানা। তৃণমূল মনে করছে, লোকসভার আগে চাপে রাখতেই রাজনীতির নোংরা খেলায় নেমেছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এজেন্সিকে নিজেদের শাখা সংগঠনের মতো কাজ করাচ্ছে বিজেপি। ভাবমূর্তি নষ্ট করতে বেছে বেছে তৃণমূল সহ বিরোধী নেতাদের পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে সিবিআই-ইডিকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতায় সভার পর দিনই সাতসকালে কলকাতা সহ একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর। বৃহস্পতিবার সকালে নিয়োগ মামলায় কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশুগুপ্তের পাটুলির বাড়িতে সোজা পৌঁছে যায় সিবিআই।

প্রায় ৫ ঘণ্টা ১৫ মিনিটে শেষ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষ করে তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাড়ি থেকে বেরনোর পর কাউন্সিলরও বাড়ির বাইরে আসেন। অপেক্ষারত সাংবাদিকদের তিনি জানান, “মনে হল সিবিআই সন্তুষ্টই।” আগামিদিনেও তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেন তিনি।

বাপ্পাদিত্য দাশগুপ্ত জানিয়েছেন, গোটা বাড়ি ও বাড়ির নীচে অফিসে তল্লাশির পর বেশ কয়েকটি নথিপত্র বাজেয়াপ্ত করে সিবিআই। তাঁর দুটি ব্যাঙ্কের নথি, একটি মোবাইল এবং বেশ কয়েকটি বায়োডাটা বাজেয়াপ্ত করা হয়েছে। কাউন্সিলর জানান, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠতা’ নিয়ে প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কাউন্সিলর মনে বলেন, “সিবিআই সন্তুষ্টই। তা সত্ত্বেও ওনাদের বলেছি যখনই দরকার হবে ডাকতে, তদন্তের স্বার্থে সিবিআই ডাকলে নিশ্চয়ই যাব।” বাপ্পাদিত্যর আরও দাবি, তিনি কোনভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাঁর পরিবারের কেউ দুর্নীতির চাকরি পায়নি।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version