Sunday, August 24, 2025

সঠিক সময় ট্রেন চালানোর দাবি! অফিস টাইমে যাত্রী বিক্ষো.ভে উ.ত্তপ্ত ঝাড়গ্রাম

Date:

বেশিরভাগ সময়ে দেরিতে চলছে লোকাল ট্রেন (Local Train)। যার জেরে প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের। এবার সেই কারণেই সঠিক সময়ে লোকাল ট্রেন চালানোর দাবিতে ঝাড়গ্রাম স্টেশনে (Jgargram Rail Station) রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে খড়গপুরগামী (Kharagpur) ডাউন টাটানগর-খড়গপুর লোকাল ট্রেন অনেকটা দেরিতে ঝাড়গ্রাম রেল স্টেশনে পৌঁছয়। যাত্রীদের অভিযোগ, তিন নম্বর প্লাটফর্মের পরিবর্তে ট্রেনটিকে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখার ফলে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

যাত্রীদের অভিযোগ, এক নম্বর প্লাটফর্মে ওই ট্রেনকে দাঁড় করিয়ে একের পর এক এক্সপ্রেস ও মালগাড়ি ছেড়ে দেওয়া হচ্ছিল। বিষয়টি ঝাড়গ্রাম রেলস্টেশনের কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এরপরই সকাল ৭টা থেকে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা টাটানগর-খড়গপুর লোকালকে অবরোধ করেন যাত্রীরা। পাশাপাশি ঝাড়গ্রাম স্টেশনের পূর্ব দিকের মেন রেললাইনে পুরুষ মহিলা নির্বিশেষে একত্রিত হয়ে লাইনের উপর বসে বিক্ষোভে ফেটে পড়েন। সঠিক সময়ে ট্রেন চালানোর দাবিতে চলতে থাকে বিক্ষোভ। এদিকে সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম স্টেশনে এসে পৌঁছয় হাওড়াগামী টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস। অবরোধের মুখে পড়ে সেই ট্রেনটিও।

তবে এদিন অবরোধ চলাকালীন ঘটনাস্থলে এসে পৌঁছয় রেল পুলিশ। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ রেল লাইনের উপর বসে থাকা যাত্রীদের সরিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়। রেলযাত্রীদের অভিযোগ, প্রতিনিয়ত খড়গপুর-টাটানগর শাখায় ট্রেন দেরিতে চালানো হচ্ছে। সেই কারণে রোজ সমস্যায় পড়তে হচ্ছে। সঠিক সময়ে কাজে পৌঁছনো যাচ্ছে না। এদিন ট্রেন অনেক দেরিতে আসার পর সেটিকে দীর্ঘক্ষণ এক নম্বর প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়। তাই সঠিক সময়ে ট্রেন চালানোর দাবিতেই এই বিক্ষোভ।

 

 

 

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version