Saturday, August 23, 2025

ভারতীয় ফুটবলে ম‍্যাচ গড়াপেটার কালো ছায়া। যা নিয়ে সরব হয়েছে এআইএফএফ। এদিন সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, আইলিগে খেলা বেশ কিছু ফুটবলারের কাছে জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব রেখেছিলেন। এবার দেখার আদৌ কোনও ম্যাচ গড়াপেটা হয়েছে কি না এবং কারা সেই প্রস্তাব রেখেছিলেন। তা নিয়ে তদন্ত করতে চলেছে এআইএফএফ। ফুটবলের স্বচ্ছতা বজায় রাখার বদ্ধপরিকর বার্তা দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “খেলোয়াড়দের এই ধরণের প্রস্তাব পাওয়ার একাধিক অভিযোগ এসেছে আমাদের কাছে। আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করব। আমরা আমাদের খেলোয়াড় ও এই সুন্দর খেলাটিকে রক্ষা করতে বদ্ধপরিকর এবং এই খেলা ও খেলোয়াড়দের সম্মানকে নষ্ট করতে দেব না। আমরা আমাদের সাংগঠনিক জায়গা গুলিকে আরও শক্তিশালী করার চেষ্টা করব, যাতে এই ধরণের সংকটকে দূর করা যায় এবং এই ধরণের পরিস্থিতিকে কিভাবে সামাল দিতে হয় তার জন্য খেলোয়াড় ও আধিকারিকদের শিক্ষিত করতে হবে।”

চলতি মরশুমের আই লিগ শুরু হয়েছে অক্টোবরে। ইতিমধ্যেই অনেক ম্যাচ হয়ে গিয়েছে। কলকাতার মহমেডান স্পোর্টিং আই লিগে খেলছে। কোন কোন ক্লাব বা কোন কোন ফুটবলারদের গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছে তা কিছুই প্রকাশ্যে আনা হয়নি। এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ বলেন, “এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে দ্রুত সমাধান করা যায় তার জন্য আমরা নিজেদেরও উন্নত করব। কীভাবে এ ধরনের ঘটনা বোঝা, উত্তর দেওয়া এবং অভিযোগ জানানো যায়, সে ব্যাপার আধিকারিক এবং ফুটবলারদের বোঝানো হবে।”

আরও পড়ুন:বিশ্বকাপে হারের পর ভারতীয় দলের ড্রেসিংরুমের চিত্রটা ঠিক কেমন ছিল? তুলে ধরলেন অশ্বিন

Related articles

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...
Exit mobile version