Exit Poll: ৪ রাজ্যেই শা.সক-বিরোধী হাড্ডা.হাড্ডি ল.ড়াই, ছত্তিশগড়ে পাল্লা ভারী কংগ্রেসের 

CNX-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৪-১৮টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৬ আসন, কংগ্রেস পাবে ৮-১০টি আসন, বিজেপি ২টি আসন পেতে পারে।

৫ রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার প্রকাশ্যে এলো বুথ ফেরত সমীক্ষা। রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম- এই পাঁচ রাজ্যে কোথায় পরিবর্তন ও কোথায় প্রত্যাবর্তন এদিন তারই আভাস মিলল এক্সিট পোলে। যদিও বহু সময়ই এক্সিট পোলের (Exit Poll) হিসেব উলটে যায় গণনার দিন। আপাতত দেখা যাক কী বলছে সমীক্ষা।

মধ্যপ্রদেশ: বৃহস্পতিবার বুথ ফেরত সমীক্ষার যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। Dainik Bhaskar-এর রিপোর্ট বলছে, কংগ্রেস পেতে পারে ১০৫- ১২০ টি আসন। বিজেপি ৯৫-১১৫ টি। অন্যান্য ০-১৫ টি। Jan Ki Bat-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৯-১০৭ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৫ টি। TV9-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ১১১-১২১ টি আসন। বিজেপি ১০৬-১১৬ টি। অন্যান্য ০-৬ টি। Republic TV-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৯৭-১০৮ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৬ টি।

ছত্তিশগড়: ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় রাজ্যে ম্যাজিক ফিগার ৪৬। সেখানে এবিপি নিউজ-সি ভোটার বলছে, ছত্তিশগড়ের ৯০ আসনের মধ্যে বিজেপি (BJP) পাবে ৩৬-৪৮টি আসন। কংগ্রেস ৪১-৫৩টি আসন। অন্যান্য দলগুলি ০ থেকে ৮টি আসনে জিততে পারে। পাশাপাশি নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষা অবশ্য বলছে বিজেপি ৩৩টি ও কংগ্রেস ৫৭টি আসন পাবে। অন্যান্যরা কোনও আসনই পাবে না। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র দাবি, বিজেপি (BJP) পাবে ৪০-৫০টি আসন। কংগ্রেস ৩৬-৪৬টি আসন। অন্যান্য দলগুলি ১ থেকে ৫টি আসনে জিততে পারে। এছাড়াও ‘জন কি বাত’-এর দাবি, বিজেপি (BJP) পাবে ৪২-৫৩টি আসন। কংগ্রেস ৩৪-৪৫টি আসন। অন্যান্য দলগুলি কোনও আসন পাবে না।

রাজস্থানে বুথ ফেরত সমিক্ষার যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, রাজস্থানেও এবার হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। ১৯৯ আসনের রাজস্থানে ম্যাজিক ফিগার ১০০। যেখানে Dainik Bhaskar-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ১০৫- ১২০ টি আসন। বিজেপি ৯৫-১১৫ টি। অন্যান্য ০-১৫ টি। Axis My India-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৮৬- ১০৬ টি আসন। বিজেপি ৮০-১০০ টি। বিএসপি ১-২ টি। Jan Ki Bat-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৯-১০৭ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৫ টি। ABP-C Voters-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৭১-৯১ টি আসন। বিজেপি ৯৪-১১৪ টি। বিএসপি ০-৫ টি। অন্যান্য ৯-১৯ টি। TV9- কংগ্রেস পেতে পারে ১১১-১২১ টি আসন। বিজেপি ১০৬-১১৬ টি। অন্যান্য ০-৬ টি।

তেলেঙ্গানা রাজ্যে এবার ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনার বার্তা দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। সেক্ষেত্রে এই রাজ্যে ‘কিংমেকার’ হতে পারেন আসাদুদ্দিন ওয়েইসির মিম দল। এখানে বুথ ফেরত সমীক্ষায় Times Now-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৪০-৫৫ টি। বিজেপি পেতে পারে ৭-১৩ টি। কংগ্রেস ৪৮-৬৪ টি। অন্যান্য ৪-৭ টি। India TV-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৩১-৪৭ টি। বিজেপি পেতে পারে ২-৪ টি। কংগ্রেস ৬৩-৭৯ টি। অন্যান্য ৫-৩ টি। TV9-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৪৮-৫৮ টি। বিজেপি পেতে পারে ৫-১০ টি। কংগ্রেস ৪৯-৫৯ টি। অন্যান্য ৬-৮ টি। Republic TV-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৪৮-৫৮ টি। বিজেপি পেতে পারে ৪-১০ টি। কংগ্রেস ৫৮-৬৮ টি। অন্যান্য ৫-৭ টি।

৪০ আসন বিশিষ্ট মিজোরামে এবার ক্ষমতায় ফিরছে সেই মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)। তবে, ক্ষমতাসীন দলকে জোর টক্কর জোরাম পিপলস মুভমেন্টের। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, Jan Ki Bat-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১০-১৪টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১৫ থেকে ২৫ আসন, কংগ্রেস পাবে ৫-৯টি আসন, বিজেপি ২টি পেতে পারে। ABP-C Voters-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৫-২৫টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৮ আসন, কংগ্রেস পাবে ২-৮টি আসন, বিজেপি কোনও আসন পাবে না। Martiz -এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৭-২২টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ৭-১২ আসন, কংগ্রেস পাবে ৭-১০টি আসন, বিজেপি কোনও আসন পাবে না। অন্যান্যদল ২টি আসন পেতে পারে। CNX-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৪-১৮টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৬ আসন, কংগ্রেস পাবে ৮-১০টি আসন, বিজেপি ২টি আসন পেতে পারে।

Previous articleসুড়ঙ্গে শ্রমিকদের উদ্ধা.র কাজে সিঙ্গুরের ছেলের কৃতিত্ব!
Next articleবলিউড বাদশার স্টাইলেই বার্থডে সেলিব্রেশন টলি সুপারস্টার জিতের!