পরিবর্তন নয় প্রত্যাবর্তন মরুরাজ্যে, কাজে এলো না বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তত্ত্ব

কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে রাজস্থানে বাজি মারার চেষ্টায় ছিল গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির সকল হেভিওয়েট নেতাদের মুখে শনা গিয়েছে অশোক গেহলট ও শচিন পাইলটের অন্তর্দ্বন্দ্বের তত্ত্ব। তবে চিরাচরিত পরিবর্তন নীতি ছুড়ে ফেলে এবার রাজস্থানে কংগ্রেসের প্রত্যাবর্তনের সম্ভাবনা।

বৃহস্পতিবার বুথ ফেরত সমিক্ষার যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, রাজস্থানে আরও একবার ক্ষমতায় আসছে অশোক গেহলট ও শচিন পাইলটের কংগ্রেস। ১৯৯ আসনের রাজস্থানে ম্যাজিক ফিগার ১০০। যেখানে বুথ ফেরত সমীক্ষা বলছে কংগ্রেস পেতে পারে ১০৬ টি আসন। অন্যদিকে, ৮০ টি আসন পেতে পারে বিজেপি।

Dainik Bhaskar- কংগ্রেস পেতে পারে ১০৫- ১২০ টি আসন। বিজেপি ৯৫-১১৫ টি। অন্যান্য ০-১৫ টি।
Axis My India- কংগ্রেস পেতে পারে ৮৬- ১০৬ টি আসন। বিজেপি ৮০-১০০ টি। বিএসপি ১-২ টি।
Jan Ki Bat- কংগ্রেস পেতে পারে ৯-১০৭ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৫ টি।
ABP-C Voters- কংগ্রেস পেতে পারে ৭১-৯১ টি আসন। বিজেপি ৯৪-১১৪ টি। বিএসপি ০-৫ টি। অন্যান্য ৯-১৯ টি।
TV9- কংগ্রেস পেতে পারে ১১১-১২১ টি আসন। বিজেপি ১০৬-১১৬ টি। অন্যান্য ০-৬ টি।

Previous articleবৃহস্পতিবারের ত.ল্লাশি রিপোর্টের পর পার্থর জামিন মামলার শুনানি!
Next articleExit Poll: বাঘেলেই আস্থা, ছত্তিশগড়ে ফের ক্ষমতায় কংগ্রেস